বাংলাদেশের বিশ্বকাপ সেরা একাদশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
১৯৯৯ সাল থেকে বিশ্বকাপে অংশগ্রহণ করছে বাংলাদেশ। এযাবৎ খেলেছে পাঁচটি বিশ্বকাপ। এই পাঁচটি বিশ্বকাপের পারফর্মেন্স যাচাই করে বিশ্বকাপে বাংলাদেশের সেরা একাদশ নির্বাচন করেছে জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট ক্রিকইনফো।
এই একাদশে মাশরাফি বিন মর্তুজাকে অধিনায়ক হিসেবে রেখেছে ক্রিকইনফো। একাদশে থাকা ক্রিকেটারদের মধ্যে আটজনই বর্তমানে জাতীয় দলের হয়ে খেলছেন।

১৯৯৯ সালের বিশ্বকাপের ম্যাচে স্কটল্যান্ড এবং পাকিস্তানকে হারানোর দুই নায়ক যথাক্রমে মিনহাজুল আবেদিন নান্নু এবং খালেদ মাহমুদ সুজন আছেন এই একাদশে।
বিশ্বকাপে দুটি করে ম্যাচ সেরার পুরস্কার পাওয়া মোহাম্মদ আশরাফুল এবং ইমরুল কায়েসও আছেন এই একাদশে। আছেন মাহমুদুল্লাহ রিয়াদ এবং তামিম ইকবালও।
বিশ্বকাপে গুরুত্বপূর্ণ সময়ে পারফর্ম করায় মোহাম্মদ রফিক, সাকিব আল হাসান এবং রুবেল হোসেন জায়গা করে নিয়েছেন এতে। একাদশে উইকেটরক্ষক ব্যাটসম্যান হিসেবে আছেন মুশফিকুর রহিম।
ক্রিকইনফো প্রকাশিত বাংলাদেশের বিশ্বকাপ সেরা একাদশঃ- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মিনহাজুল আবেদিন, মোহাম্মদ আশরাফুল, খালেদ মাহমুদ, মোহাম্মদ রফিক, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), রুবেল হোসেন।