promotional_ad

শোকাহত ক্রিকেটাররা

ছবি- বিসিবি
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা। নিউজিল্যান্ড সফরে থাকা ক্রিকেটাররা সামাজিক যোগাযোগ মাধ্যমে অগ্নিকান্ডে নিহত-আহতদের জন্য শোক প্রকাশ ও প্রার্থনা করেছেন।


বুধবার রাতে চকবাজারের নন্দকুমার দত্ত সড়কের চুড়িহাট্টা শাহী মসজিদের পেছনে আগুন লাগে, যা পরবর্তীতে চার পাশে ছড়িয়ে পড়ে। ভয়াবহ আকার ধারণ করা এই অগ্নিকান্ডে মৃতের সংখ্যা একশর ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন অর্ধশতর মতন। 


ওপেনার তামিম ইকবাল ফেসবুকের পাতায় লিখেছেন, ‘চকবাজারে নিহত-আহত ব্যক্তিদের জন্য প্রার্থনা। আল্লাহ্‌ তাদের শোক সইবার শক্তি দান করুন।'  



promotional_ad

সাব্বির রহমান, জাতীয় দলের হার্ড হিটার ব্যাটসম্যান শোকাহতদের উদ্দেশ্যে লিখেছেন, 'এতগুলো মানুষ মারা গেল, খুব খারাপ লাগছে! যাঁরা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, দোয়া করি তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তা আমাদের এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন।'


জাতীয় দলের পেসার রুবেল হোসেন তাঁর ফেসবুকে লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন.. আল্লাহ চকবাজারে যেন আর মৃতের সংখ্যা না বাড়ে। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যে সমস্ত মানুষ মারা গিয়েছে মহান আল্লাহ যেন সবাইকে জান্নাত নসিব করেন..হে আল্লাহ্ আপনি নিহতদের পরিবারের সবাইকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।’


মুস্তাফিজুর রহমান সৃষ্টিকর্তার কাছে সবার জন্য প্রার্থনা চেয়ে লিখেছেন, ‘খবরটা শোনার পর থেকেই খুব খারাপ লাগছে, এত মানুষ মারা গেল! নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি আর যারা হাসপাতালে, তাদের জন্য দোয়া করি। এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন, সে দোয়াও করি।’


ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরের দল থেকে ছিটকে পড়া তাসকিন আহমেদ অগ্নিকান্ডে আহতদের সাহায্যের জন্য সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন। তিনি বলেছেন,



‘এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশপাশে অবস্থান করছেন তাঁরা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজার অগ্নিকাণ্ডে আহতদের প্রচুর রক্ত লাগছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball