promotional_ad

এবার স্থানীয়দের প্রমাণ করার পালা

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে স্থানীয় ক্রিকেটারদের পারফর্মেন্স সন্তোষজনক ছিল না মোটেই। ঘরের কন্ডিশন যেন একেবারেই অচেনা ছিল দেশের ক্রিকেটারদের কাছে। পক্ষান্তরে ঠিকই নিজেদের সহজাত ক্রিকেট খেলতে সক্ষম হয়েছিল হয়েছে বিদেশি তারকা ক্রিকেটাররা।


টি-টুয়েন্টি ফরম্যাটে তেমন খেলার অভ্যাস নেই বাংলাদেশের ক্রিকেটারদের, যা ছিল সীমিত ওভারের এই ফরম্যাটে স্থানীয়দের বাজে পারফর্মেন্সের প্রধান কারণ। শুধুমাত্র দেশীয় ক্রিকেটারদের নিয়ে গড়া একটি টি-টুয়েন্টি টুর্নামেন্টের অভাববোধ করছিলেন সকলেই।


দেশের অভিজ্ঞ ক্রিকেটাররা খুব করেই চাইছিলেন ঘরোয়া আরেকটি টি-টুয়েন্টি লিগ। বিপিএলের ষষ্ঠ আসরে মুশিফকুর রহিম আরেকটি টি-টুয়েন্টি টুর্নামেন্ট চেয়ে বলেছিলেন, 'যারা জাতীয় দলের বাইরে আছে তাদের ভালো করাটা কঠিন। সারা বছর কিন্তু এই একটা টুর্নামেন্টই তারা খেলে। এমনকি অনুশীলন ম্যাচও খেলে না।



promotional_ad

'তারা এসেই ভালো করাটা তাদের জন্য একটু কঠিন হয়ে যায়। আমার মনে হয় এটার (বিপিএল) বাইরেও যদি কোন টুর্নামেন্ট আয়োজন করা যায়। এরকম একটা স্লট করা যায়, যারা বাইরে তাঁদের জন্যই না আমাদের জন্যও কাজে দেবে।'


যার রেশ ধরে দেশের ক্রিকেট কর্তারা আয়োজন করতে যাচ্ছে আরেকটি টি-টুয়েন্টি লিগ। যা শুরু হতে যাচ্ছে আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে। যে টুর্নামেন্টে অংশ নিবেন শুধুমাত্র স্থানীয় ক্রিকেটাররা।


সীমিত ওভারের ক্রিকেটে নিজেদের সামর্থ্যের প্রমাণ দেয়ার জন্য বড় মঞ্চ পেতে যাচ্ছে দেশের ক্রিকেটাররা। ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ঠিক পূর্বমুহূর্তে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি।


ডিপিএলের ১২ দল অংশ নিবে এই টুর্নামেন্টে। যাদেরকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। ২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত গ্রুপ পর্বের খেলা হবে। গ্রুপের শীর্ষে থাকা দল সেমিফাইনাল খেলবে।



১ মার্চ দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। মিরপুরের শের-ই-বাংলা ক্রিকেট আন্তর্জাতিক স্টেডিয়ামে এবং ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো। মার্চের ৩ তারিখ মিরপুরে ফাইনালের মধ্য দিয়ে শেষ হয়ে দেশের এই নতুন টি-টুয়েন্টি লিগটি।


আগামীকাল (শুক্রবার) থেকে আসন্ন এই লিগের জন্য প্রস্তুতি শুরু করবে ক্রিকেটাররা। টুর্নামেন্টে নিজেদের সক্ষমতাকে তুলে ধরতে প্রস্তুতিতে ঘাম ঝরাবে স্থানীয়রা।


এবার ডিপিলের পূর্বে হলেও আগামীতে বিপিএলের পূর্বে টুর্নামেন্টটি আয়োজনের ব্যবস্থা নিবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball