এক সেঞ্চুরিতে সেরা দুইয়ে সাব্বির

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-০ ব্যবধানে সিরিজ হারলেও শেষ ম্যাচে অসাধারণ এক সেঞ্চুরি হাঁকিয়েছেন সাব্বির রহমান। দারুণ ইনিংসটি খেলে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দুই নম্বরে পৌঁছে গিয়েছেন তিনি।
শেষ ইনিংসে ১০২ রানসহ তিন ইনিংসে সাব্বির করেছেন ৫২.৬৬ গড়ে ১৫৮ রান, স্ট্রাইক রেট ৮১। এছাড়া পুরো সিরিজে ২১ টি চার হাঁকিয়েছেন তিনি, যা সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ।

অবশ্য দুর্দান্ত দুটি সেঞ্চুরিতে পুরো সিরিজটিকে নিজের করে নিয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। ১৩২ গড়ে তিন ম্যাচে তিনি করেছেন ২৬৪ রান। রান তালিকার প্রথম স্থানে আছেন গাপটিল।
একইসঙ্গে সর্বোচ্চ সংখ্যক চার (২৫টি) ও ছয়ের (৯টি) মার এসেছে তাঁর ব্যাটে। সেরা রান তালিকার তৃতীয়তে আছেন অভিজ্ঞ কিউই ব্যাটসম্যান রস টেইলর।
১৩৫ গড়ে তিন ম্যাচে তাঁর সংগ্রহ ১৩৫ রান, ফিফটি একটি। দুটো ইনিংসে অপরাজিত ছিলেন তিনি। চতুর্থতে আছেন হেনরি নিকলস। ৪৩.৬৬ গড়ে তিনি করেছেন ১৩১ রান।
ফিফটি হাঁকিয়েছেন দুটি। রান তালিকার পঞ্চম স্থানে জায়গা করে নিয়েছেন মোহাম্মদ মিঠুন। দুই ইনিংসে খেলার সুযোগ পেয়ে দুটোতেই ফিফটি হাঁকিয়েছেন তিনি। ৫৯.৫০ গড়ে তাঁর রান ১১৯।