promotional_ad

দশ বছরের মধ্যে বিশ্বকাপ খেলতে চায় জার্মানি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


আগামী দশ বছরের মধ্যে টি-টুয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিতে চায় ইউরোপের দেশ জার্মানি, এক বছর আগেই বলেছিলেন জার্মানি ক্রিকেটের প্রধান নির্বাহী ব্রায়ান ম্যান্টেল। সেই দৌড়ে দ্রুত এগিয়ে চলছে তারা।


২০১৭ সালে বিশ্ব ক্রিকেট লিগের পঞ্চম ডিভিশনে খেলেছে তারা, গ্রুপ পর্বে তৃতীয় অবস্থানে ছিল তারা। সেখানে ম্যান্টেল বলেছিলেন, 'আমাদের লক্ষ্য দশ বছরের মধ্যে টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা। ১৬ দল নিয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হয়। আমরা আশা করছি কয়েক বছরের মধ্যে দলের সংখ্যা আরও বাড়বে।'


এখন দলটির স্কোয়াডে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার খেলছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে, যা জার্মানির ক্রিকেটকে সামনের দিকে এগিয়ে যেতে পথ প্রদর্শক হিসেব কাজ করছে।



promotional_ad

এদের মধ্যে উল্লেখযোগ্য নাম মিডেলসেক্সের স্পিনার ওলি রায়নার, গ্ল্যামর্গানে খেলা জার্মান অলরাউন্ডার ক্রেইগ ম্যাসচিডি এবং ল্যানচেস্টারশায়ারের পেসার ডেইটার ক্লেইন।


দেশের ক্রিকেট এবং নিজের বর্তমান অভিজ্ঞতা সম্পর্কে ওলি রায়নার বলেন, 'ক্রিকেটের মাধ্যমে জীবিকা উপার্জন করতে পারায় নিজেকে আপনাকে ভাগ্যবান অনুভব করছি। সাথে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডকে নিজের ঘর বলাও অনেক স্বস্তির। এখানকার ক্রিকেটারদের সাথে খেলার অভিজ্ঞতা অসাধারণ এবং আমি তাঁদের সম্পর্কে জানার বিষয়টি উপভোগ করছি।


'আমি সত্যিই অনেক বেশি রোমাঞ্চিত এবং আর তর সইছে না দলের সাথে ভবিষ্যতে যোগ দিতে। আশা করছি ভবিষ্যতে সাফল্য অর্জনে দলকে সাহায্য করতে পারব।'


যদিও সবার প্রথমে আইসিসির শীর্ষ সহযোগী দেশগুলোর একটি হতে চায় জার্মানি, গত বছর জানিয়েছিলেন ম্যান্টেল। স্কটল্যান্ড, পিএনজির মতো বাছাইপর্ব খেলা দেশগুলোর একটি হতে তারা। যা তাদের বিশ্বকাপে খেলার সুযোগকে আরও ত্বরান্বিত করবে বলে বিশ্বাস প্রধান নির্বাহীর।



'অন্য দলগুলোর খুব কাছাকাছি থাকা আমাদের লক্ষ্য। আমরা আইসিসির শীর্ষ সহকারি দেশগুলোর মধ্যে একটি হতে চাই। আপনি যদি বিশ্বকাপের বাছাইপর্ব দেখেন, সেখানে পিএনজি, স্কটল্যান্ডের মতো দল দেখবেন, আমরা সেখানে জার্মানিকেও দেখতে চাই।


'যা আপনাকে বিশ্বকাপে জায়গা করে নিতে সুযোগ করে দিবে। আমাদের এখন লক্ষ্য শীর্ষ সহকারি হওয়ার এবং সেখান থেকে সামনে এগিয়ে যাওয়ার,' যোগ করছেন তিনি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball