promotional_ad

দুদিনের মধ্যেই সম্প্রচার অংশীদার পেল পিএসএল

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন সরাসরি সম্প্রচার অংশীদার হিসেবে মঙ্গলবার ব্লিটজ এবং ট্রান্স গ্রুপের নাম ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


এবারের আসরের শুরুতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) টেলিভিশন সম্প্রচারের দায়িত্ব নিয়েছিল ভারতের ‘আইএমজি-রিলায়েন্স’ গ্রুপ। টুর্নামেন্ট প্রচার সংক্রান্ত সব কারিগরি সহায়তা দেয়ার কথা ছিল তাদের।


কিন্তু কাশ্মীরে সিআরপিএফ জওয়ানদের বহরে হামলার পর পিসিবির সাথে সেই চুক্তি বাতিল করে আইএমজি-রিলায়েন্স। মূলত পাকিস্তানভিত্তিক জঙ্গি সংগঠন ‘জইশ-ই-মোহাম্মদ’ এ হামলার দায় স্বীকার করার পরপরই পিএসএলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তারা।



promotional_ad

চুক্তি বাতিলের দুদিনের মধ্যেই নতুন সম্প্রচার অংশীদার পেল পিসিবি।  এদিকে, বুধবার থেকেই পিএসএলের সম্প্রচার শুরু করার কথা রয়েছে ব্লিটজ এবং ট্রান্স গ্রুপের। এমনটাই জানিয়েছে পিসিবি।


তারা ‘আইএমজি-রিলায়েন্স’ গ্রুপের মতো উচ্চ মানের সরাসরি সম্প্রচার করবে বলে জানানো হয়েছে। নতুন ব্রডকাস্টারের নাম ঘোষণা করে মঙ্গলবার একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিসিবি।


'পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আজ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নতুন লাইভ প্রোডাকশন অংশীদার হিসেবে ব্লিটজ ও ট্রান্স গ্রুপের নাম ঘোষণা করছে। ব্লিটজ এবং ট্রান্স গ্রুপ বুধবার (২০ ফেব্রুয়ারি) থেকে সম্প্রচার শুরু করবে। একই সঙ্গে উচ্চমানের সম্প্রচার সরবরাহ করবে। যেমনটা আগের খেলাগুলোতে ছিল।'


 



 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball