promotional_ad

বিশ্বকাপেও নিউজিল্যান্ডের ভয় বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


২০১৯ বিশ্বকাপ নিউজিল্যান্ড দলের দ্বিতীয় ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। ৫ জুন ওভালের মাঠে দিবারাত্রির ম্যাচ খেলবে দুই দল। বাংলাদেশকে নিজেদের ঘরর মাঠে সিরিজে হারালেও কিউইদের চোখ ৫ জুনের ম্যাচে। ওয়ানডে সিরিজ জয় করে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার সুযোগ নিয়ে না ভেবে কিউইদের চোখ দূরের আসল ম্যাচে। 


২০১৭ সালের শুরুতে বাংলাদেশ দল নিউজিল্যান্ড সফর করেছিল। সফর শেষে কোনো ম্যাচ না জিতে শুন্য হাতে দেশে ফিরতে হয়েছে বাংলাদেশকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আয়ারল্যান্ডের মাটিতে ত্রিদেশীয় সিরিজে ও মহা গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচে নিউজিল্যান্ডকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চি?? করে বাংলাদেশ।



promotional_ad

এবার বাংলাদেশকে একই গল্পের পুনরাবৃত্তির সুযোগ দিতে চায় না নিউজিল্যান্ড। অভিজ্ঞ রস টেইলর ডেনিডিনে তিন ম্যাচের পূর্বে দুই বছর আগের স্মৃতি মনে করিয়ে দিলেন। 


'বাংলাদেশকে হালকা ভাবে নেয়া সহজ। যেই ম্যাচটা গণ্য করার মতন, চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচটিতে ওরা আমাদের হারিয়েছিল। অবশ্যই এখানকার ম্যাচটি গুরুত্বপূর্ণ। একই সাথে আমাদের দেখতে হবে আমরা কেমন করি বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে। 


তিনি যোগ করেন, 'ওভালের মাঠের ম্যাচটি অনেক বেশি গুরুত্ববহ। অবশ্যই, এখানে আমরা কেমন করছি, সেই আত্মবিশ্বাস আমাদের বিশ্বকাপের ম্যাচে সাহায্য করবে।'



দশ দলের ২০১৯ বিশ্বকাপটি কোনো যে কোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। প্রতিটি দল ৯টি করে ম্যাচ খেলবে বিশ্বকাপে। কোনো ম্যাচই ম্যাড়ম্যাড়ে আকর্ষণহীন হবে বলে বিশ্বাস টেইলরের। 


অভিজ্ঞ কিউই ব্যাটসম্যানের ভাষ্য মতে, 'বিশ্বকাপের ফরম্যাটটাই এমন। এবারের বিশ্বকাপের ম্যাচ অনেক হলেও কোনো ম্যাচই ডেড রাবার হবে না। '



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball