বিশ্বকাপে চ্যাম্পিয়ন্স ট্রফি ফিরিয়ে আনতে চান মাশরাফি

ছবি: ছবিঃ ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
২০১৭ সালের শুরুতে নিউজিল্যান্ড সফরে গিয়ে সবকয়টি ম্যাচে পরাজিত হয়েছিলো বাংলাদেশ। সেই বাংলাদেশই ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে কিউইদের ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে বিদায় করে দিয়েছিলো টুর্নামেন্ট থেকে।
এবার সেই একই ঘটনার পুনরাবৃত্তি বিশ্বকাপের আসরেও ঘটাতে চান টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের শেষটিতে মাঠে নামার আগে সাংবাদিকদের তিনি বলেছেন,

'দেখুন আমরা নিউজিল্যান্ডের বিপক্ষে ২০১৭ সালে সব ম্যাচ হেরেছিলাম এবং এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে ওদের হারিয়েছিলাম। এটি দারুণ একটি অনুভূতি ছিলো। অবশ্যই আমরা একই কাজ আবারও করতে চাই।'
বুধবারের ম্যাচটি নিয়েও কথা বলেন মাশরাফি। ডুনেডিনে অনুষ্ঠিতব্য শেষ ওয়ানডেটিও যে সহজ হবে না সেটি স্বীকার করেছেন তিনি। তবে ডুনেডিনের উইকেট ব্যাটিং সহায়ক হওয়ায় ভালো খেলার প্রত্যাশা করছেন নড়াইল এক্সপ্রেস। তাঁর ভাষ্যমতে,
'এটি (নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচটি) সহজ হবে না, বরং বেশ কঠিন এই কাজটি। ভালো খবর হলো উইকেট বেশ ভালো থাকবে। আশা করি আমরা আগামীকাল ভালো ক্রিকেট খেলতে পারবো।'
উল্লেখ্য ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালে শেষ ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠ নামবে সফরকারী বাংলাদেশ। এই ম্যাচটি জিতে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে চাইবে মাশরাফি বাহিনী।