promotional_ad

তিনশ রান চান মাশরাফি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ডের মাটিতে প্রথম দুই ওয়ানডেতে ২৫০'র কাছেও যেতে পারে নি বাংলাদেশ দল। তাই সিরিজের প্রথম দুই ওয়ানডে হেরে হোয়াইটওয়াশের শঙ্কায় থাকা বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফির চাওয়া শেষ ওয়ানডেতে স্কোরবোর্ডে রান হোক তিনশতর উপর।


ডুনেডিনের উইকেট বরাবরই কথা বলে ব্যাটসম্যানদের পক্ষে। পূর্বে এখানে খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশ দলের ক্রিকেটারদের। সেই অভিজ্ঞতাই শেষ ওয়ানডেতে কাজে লাগাতে চান অধিনায়ক মাশরাফি।


ডুনেডিনের মাঠে রান করা সহজ কারণ বাউন্ডারি লাইন বেশী বড় নয়, সেই সঙ্গে উইকেট থেকে ব্যাটসম্যানরা বেশী সুবিধা পান। তৃতীয় ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন,



promotional_ad

'আমি যতদূর জানি এখানকার উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো। এখানে আমরা টেস্ট ম্যাচ খেলেছিলাম, ভালোই ব্যাটিং করেছিলাম তখন। যদিও সেটা টেস্ট ম্যাচ ছিল। এখানে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড খেলেছিল। 


'৩৩৫ রানের লক্ষ্য ৪৫ ওভারের মধ্যে তাড়া করেছিল দলটি। আমরা আশা করছি উইকেট ব্যাটিং সহায়ক হবে। আমরাও এমন স্কোর করার চিন্তা ভাবনা করছি, ভালো পরিকল্পনা নিয়েই মাঠে নামতে হবে।' 


এদিকে শেষ ওয়ানডেতে ভালো কিছুর প্রত্যাশা করছেন অধিনায়ক মাশরাফি। দলের ব্যাটসম্যানরা এখনও নিজেদের মেলে ধরতে না পারলেও তাঁদের ব্যাটের দিকে চেয়ে আছেন টাইগার দলপতি।


প্রথম ওয়ানডের উইকেট ব্যাটিং করার জন্য ভালো থাকলেও দল মানিয়ে নিতে পারেনি বলেই ব্যর্থ হয়েছে বলেও জানান তিনি। তবে সব পেছনে ফেলে শেষ ওয়ানডেতে ভালো কিছু করতে চায় টাইগাররা। মাশরাফির ভাষায়, 



'নেপিয়ারের উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিলো। হয়তো আমাদের মানিয়ে নিতে কিছু সময় লাগছে। তবে এগুলো সবই অজুহাত হিসেবে বিবেচিত হবে যখন আপনি ২-০ তে পরাজিত হবেন।


'এরপরেও আমি বলবো এমনটা হতেই পারে। আশা করি আগামীকাল আমরা ভালো কিছু নিয়ে আসতে পারবো এবং আমাদের টপ অর্ডার ভালো ব্যাট করবে। মিডল অর্ডারও শেষের দিক ভালো করবে আশা করি।' 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball