promotional_ad

বিশ্বকাপ দলে বেশি পরিবর্তনের পক্ষপাতী নন মাশরাফি

ছবিঃ ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আগামী ক্রিকেট বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে যাওয়ার কথা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সেই সিরিজের পরেই চূড়ান্ত বিশ্বকাপ স্কোয়াড নির্বাচন করা হবে টাইগারদের।


তবে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা জানিয়েছেন নিউজিল্যান্ড সফরের দলটির থেকে খুব বেশি পরিবর্তন আশা করছেন না তিনি বিশ্বকাপের স্কোয়াডটিতে। তাঁর মতামত বর্তমানের এই স্কোয়াডে যারা রয়েছেন তাঁদের অনেকেই যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন এবং ভালো খেলতে সক্ষম। কিউইদের বিপক্ষে শেষ ওয়ানডের আগের দিন সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন,  


promotional_ad

'আমরা বিশ্বকাপের আগে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবো। বিশ্বকাপ স্কোয়াড বাছাই করার আগে এটি সম্ভবত আমাদের সর্বশেষ ম্যাচ। তবে আমি মনে করি দলে খুব বেশি পরিবর্তন আসার কিছু নেই। ছেলেরা যথেষ্ট অভিজ্ঞ ভালো করার ব্যাপারে।'


কিউইদের মাটিতে এখন পর্যন্ত ভাগ্যের শিকে ছেঁড়েনি বাংলাদেশ দলের। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুটিতে হেরে বর্তমানে হোয়াইটওয়াশের শঙ্কায় দাঁড়িয়ে আছে তারা। এরপরেও অবশ্য আশা হারাচ্ছেন না দলপতি মাশরাফি। বুধবারের ম্যাচটি জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়ে আয়ারল্যান্ড সফরে যাওয়ার লক্ষ্য তাঁর, 


'আমি এর আগেও বলেছি যে কিছু বিষয় আমাদের মনমতো হয়নি, তবে এখনও একটি ম্যাচ বাকি রয়েছে। আশা করি আমরা আত্মবিশ্বাস খুঁজে পাবো এবং বিশ্বকাপের আগে আয়ারল্যান্ড সফরে যাবো আত্মবিশ্বাস নিয়েই,' বলেছেন মাশরাফি। 


উল্লেখ্য বুধবার বাংলাদেশ সময় ভোর ৪টায় সিরিজের শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড এবং সফরকারী বাংলাদেশ। প্রথম দুই ম্যাচে কিউইদের কাছে ৮ উইকেটের ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ খুইয়েছে টাইগাররা। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball