promotional_ad

হোয়াইটওয়াশ এড়াতে পারবে বাংলাদেশ?

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে আগামীকাল সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামছে সফরকারী বাংলাদেশ। এরই মধ্যে টানা দুটি ম্যাচে কিউইদের কাছে পরাজিত হয়ে সিরিজ খুইয়ে বসেছে মাশরাফি বিন মর্তুজার দল।


তাই ডুনেডিনে অনুষ্ঠিতব্য আগামীকালের ম্যাচটি অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার হিসেবে বিবেচিত হচ্ছে স্বাগতিকদের কাছে। তবে বাংলাদেশ চাইবে এক ম্যাচ জিতে হোয়াইটওয়াশ এড়াতে।


এদিকে বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটির আগে একটি দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ইনজুরির কবলে পড়েছেন দলের দুই ইনফর্ম ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন।


২০১৮ সালের এশিয়া কাপে পাঁজরের সেই ইনজুরিই আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে মুশফিকের। অপরদিকে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে ভুগছেন টানা দুই ম্যাচে অর্ধশতক হাঁকানো মিঠুন। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে রান নেওয়ার সময় পায়ে টান পড়েছিলো তাঁর।


তবে তৃতীয় ওয়ানডের আগে তাঁদের সুস্থতার ব্যাপারে আশাবাদী দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট। আশা করা যাচ্ছে আগামীকাল সুস্থ হয়ে মাঠে নামতে পারবেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত মুশফিক খেলতে না পারলে সেক্ষেত্রে দলে জায়গা হতে পারে মমিনুল হকের এবং মিঠুন অনুপস্থিত থাকলে একজন বাড়তি পেসার অন্তর্ভুক্ত হতে পারেন একাদশে।   


আগামীকালের ম্যাচে নিউজিল্যান্ড দলের অধিনায়ক হিসেবে থাকবেন টম লাথাম। নিয়মিত অধিনায়ক কেন উইলিয়ামসন টানা খেলার মধ্যা থাকায় তাঁকে বিশ্রাম দেয়ার সিদ্ধান্ত নিয়েছে কিউই টিম ম্যানেজমেন্ট। তাঁর পরিবর্তে দলে থাকবেন কলিন মুনরো।


promotional_ad

চোখ থাকবে যাদের ওপরঃ 


মোহাম্মদ মিঠুনঃ 


প্রথম দুই ওয়ানডেতে কিউইদের বোলিং তোপের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ দলের টপ অর্ডার। কিন্তু সেই দুঃসময়েও ব্যাট হাতে দারুণ ধারাবাহিকতার পরিচয় দিয়েছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন।


প্রথম ওয়ানডেতে ৬২ রানের ইনিংস খেলার পর দ্বিতীয় ম্যাচে ৫৭ রান করেন তিনি। হ্যামস্ট্রিংয়ের ইনজুরি কাটিয়ে আগামীকাল তিনি মাঠে ফিরলে তাঁর ওপরে আবারও ভরসা রাখবে টাইগার শিবির। 


মার্টিন গাপটিল (নিউজিল্যান্ড)- 


ভারতের বিপক্ষে আশানুরূপ পারফর্ম না করতে পারলেও বাংলাদেশের বিপক্ষে নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম দুই ম্যাচে দারুণভাবে নিজেকে প্রমাণ করেছেন কিউই ওপেনার গাপটিল। টানা দুইটি শতক হাঁকিয়ে দলকে অনেকটা একাই সিরিজ জিতিয়েছেন তিনি।


নেপিয়ারে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতে ১১৭ রানে অপরাজিত থাকার পর ক্রাইস্টচার্চে খেলেন ১১৮ রানের দারুণ আরেকটি ইনিংস। আগামীকালও তাঁর জ্বলে ওঠার অপেক্ষায় থাকবে স্বাগতিকরা।  


পিচ এবং কন্ডিশনঃ 


ডুনেডিনের ইউনিভার্সিটি ওভালের এই মাঠটি বরাবরই ব্যাটিং সহায়ক। গত বছর এই মাঠেই শুরুতে ব্যাটিং করতে নেমে ৩৩৫ রানের দলীয় স্কোর গড়েছিলো সফরকারী ইংল্যান্ড। কিন্তু এরপরেও ম্যাচটিতে ৫ উইকেটের ব্যবধানে পরাজিত হয়েছিলো তারা কিউইদের কাছে। এখন পর্যন্ত ডুনেডিনে ৩০০ ছাড়ানো দলীয় সংগ্রহ রয়েছে ৪টি। আগামীকালের ম্যাচটির উইকেটও যথারীতি ব্যাটিং বান্ধব হতে যাচ্ছে তা অনুমিতই বলা চলে। 


বাংলাদেশ স্কোয়াডঃ 


মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন, নাঈম হাসান।


নিউজিল্যান্ড স্কোয়াড:


কেন উইলিয়ামসন (প্রথম দুই ম্যাচের অধিনায়ক), টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম (শেষ ম্যাচের অধিনায়ক), কলিন মুনরো (শেষ ওয়ানডে), জিমি নিশাম, হেনরি নিকোলাস, রস টেইলর, মিচেল স্যান্টনার ও টিম সাউদি।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball