বিশ্বকাপ জিতলে টানা ৫০ দিন উদযাপন করবঃ গেইল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন ওয়ানডে বিশ্বকাপ জিততে পারলে টানা ৫০ দিন উদযাপনের ঘোষণা দিয়েছেন ক্যারিবিয়ান দানব ক্রিস গেইল। বিশ্বকাপই হবে তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন, জানিয়েছেন তিনি।
ইতিমধ্যে অবশ্য বিশ্বকাপের পর অবসরের সিদ্ধান্তের কথাও জানিয়েছেন গেইল। তবে অবসর নেওয়ার আগে বিশ্বকাপ ছুঁয়ে দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। একটি গণমাধ্যমকে জানিয়েছেন,
'৫০ ওভারের বিশ্বকাপ জেতা আমার ক্যারিয়ারের সবচেয়ে বড় অর্জন হবে। আমি তখন উইকেটে শুয়ে থাকব এবং তৃপ্তির সঙ্গে ঘুমাব। বিশ্বকাপ জিতলে কি করবো? টানা ৫০ দিন উদযাপন করব।'

২০১৮ সালের জুলাইতে ঘরের মাটিতে বাংলাদেশের বিপক্ষে শেষবার ওয়ানডে খেলেছিলেন গেইল। এবার অবশ্য ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ডাক পেয়েছেন তিনি।
'পরের পাঁচ ম্যাচই বলে দিবে, ৫০ ওভারের ক্রিকেটে আমার অবস্থান। অবশ্য এই সিরিজের পর আমি আইপিএল খেলব। সুতরাং আমি বিশ্বকাপের আগ পর্যন্ত খেলার মধ্যেই থাকব।'
শুধু তাঁকে নয়, বরঞ্চ নির্বাচকদেরও কঠিন পরীক্ষা দিতে হবে ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন সিরিজে, মনে করছেন গেইল। এক প্রশ্নের উত্তরে জানান,
'এই পাঁচটি ম্যাচ অনেক গুরুত্বপূর্ণ। শুধু আমার জন্য না, নির্বাচকদের জন্যেও এটা অনেক গুরুত্বপূর্ণ। বিশ্বকাপ পেতে হলে দলকে ঐক্যবদ্ধ হতে হবে। এরপরেই আপনি বিশ্বকাপের দিকে আগাতে পারবেন, হয়তো ট্রফিও ছুঁয়ে দেখতে পারবেন।'
১৯ বছরের লম্বা ক্যারিয়ারে ২৮৪ টি ওয়ানডে খেলেছেন গেইল। ৩৭.১২ গড়ে ৯,৭২৭ রান করেছেন তিনি। ৮৫.৫২ স্ট্রাইক রেটে খেলা গেইলের সেঞ্চুরি আছে ২৩ টি।