শীঘ্রই ইংল্যান্ডে যোগ দিচ্ছেন আর্চার?

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের হয়ে আসন্ন বিশ্বকাপ খেলার সুযোগ বেড়েই চলেছে জোফরা আর্চারের। স্বয়ং ইংলিশ দলপতি ইয়ন মরগান সোমবার দিন দিয়েছেন এমনই ইঙ্গিত।
বিশ্বকাপের স্কোয়াড জমা দেওয়ার শেষ দিন ২৩ এপ্রিল। এর আগেই আর্চারকে নিয়ে সিদ্ধান্ত নেবে ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বর্তমানে ক্যারিবীয় দীপপুঞ্জে আছে ইংল্যান্ড ক্রিকেট দল।

এই সফর শেষ হলেই আর্চার উঠে আসবেন আলোচনার টেবিলে। আর্চারের ব্যাপারে ইংল্যান্ডের ওয়ানডে দলপতি মরগান জানান,
'আমি জোফরার বিপক্ষে খেলেছি। তাঁর যথেষ্ট সুনাম আছে। তরুণ ক্রিকেটারদের মধ্যে সে দুর্দান্ত, এজন্যই তাঁর এত সুনাম। সে আন্তর্জাতিক অঙ্গণে না খেলেও অনেক আসরে খেলেছে।'
'তাঁকে যখনই দলের জন্য নির্বাচন করা হবে, আমরা তাঁর ব্যাপারে সিদ্ধান্ত নিবো। আমাদের কি করা উচিত সেটা ভাববো।'
উল্লেখ্য, বার্বাডোজের এই ক্রিকেটারের এখনো উইন্ডিজের হয়ে অভিষেক ম্যাচই খেলেননি। যদিও ক্যারিবিয়ানদের হয়ে অনূর্ধ্ব-১৯ দলের ম্যাচে খেলেছেন তিনি।
এবার তার সামনে সুযোগ এসেছে নিজের বাবার জন্মস্থানের (ইংল্যান্ড) হয়ে খেলার। গত বছর থেকেই তাঁর ওপরে নজর রেখেছে ইসিবি।