ওয়ানডে দলেও নেই চান্দিমাল, ফিরলেন ধনঞ্জয়া

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন ৫ ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে সোমবার দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। দল থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান দীনেশ চান্দিমাল।
এর আগে টেস্ট সিরিজ থেকেও তাকে বাদ দেয়া হয়েছিল। এদিকে, প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন বোলিং নিষেধাজ্ঞায় ভোগা আকিলা ধনঞ্জয়া। অবশ্য তাঁর খেলা না খেলা নির্ভর করছে আসিসির সবুজ সঙ্কেতের উপর।

গত ডিসেম্বরে তিনি বোলিং নিষেধাজ্ঞায় পড়েছিলেন।চান্দিমালের মতো দলে জায়গা হয়নি দানুশকা গুনাথিলাকা ও অলরাউন্ডার অসেলা গুনারত্নের। দলে ডাক পেয়েছেন ২০১৬ সালে শেষ ওয়ানডে ম্যাচ খেলা অ্যাঞ্জেলো পেরেরা।
প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন অসাদা ফার্নান্দো। অভিষেকের অপেক্ষায় আছেন স্পিনার কামিন্দু মেন্ডিস। তাছাড়া, শ্রীলঙ্কার ঘরোয়া চারদিনের টুর্নামেন্টে টানা দুই ম্যাচে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে ওয়ানডে দলে ডাক পেয়েছেন প্রিয়ামল পেরেরা।
গত জানুয়ারিতে আয়ারল্যান্ড এ দলের বিপক্ষে দারুণ খেলে ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও বাঁহাতি পেসার ইসুরু উদানা। আসন্ন এই সিরিজে শ্রীলঙ্কা দলের অধিনায়ক করা হয়েছে লাসিথ মালিঙ্গাকে।
শ্রীলঙ্কা স্কোয়াডঃ লাসিথ মালিঙ্গা (অধিনায়ক), আভিশকা ফার্নান্দো, উ??ুল থারাঙ্গা, নিরোশান ডিকওয়েলা (সহ-অধিনায়ক), কুশাল পেরেরা, কুশাল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, থিসারা পেরেরা, আকিলা ধনঞ্জয়, অ্যাঞ্জেলো পেরেরা, অসাদা ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, প্রিয়ামল পেরেরা, ইশুর উদানা, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজীথা, লক্ষন সন্দাকান