promotional_ad

ইংল্যান্ডকে টেস্টেও হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের শেষ টেস্টে মাহমুদুল হাসানের দুর্দান্ত সেঞ্চুরিতে ভর করে ৩ উইকেটের দারুণ জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফলে দুই টেস্টেই জিতে ইংলিশদের হোয়াইটওয়াশ করল টাইগার যুবারা। 


এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেও তাদের হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে জয়টা অনেক কঠিন ছিল বাংলাদেশের জন্য। ৩৩৩ রানের লক্ষ্যটা শেষ দিনে পাড়ি দেয়া যেকোনো দলের জন্যই বড় চ্যালেঞ্জ।


আগের দিনের ১ উইকেটে ৩৪ রান নিয়ে দিন শুরু করেছিল বাংলাদেশ। দলকে দিনের শুরুতে ভালো শুরু এনে দেন ওপেনার তানজিদ হাসান। তাঁর ব্যাট থেকে এসেছে ৫১ বলে ৫১ রান। ওয়ান ডাউনে নামা পারভেজ দেখে শুনে খেলে দলের রানের চাকা সচল রেখেছেন।


তিনি ৮১ বলে ৩৭ রান করে আউট হয়েছেন। এরপর চতুর্থ উইকেটে তৌহিদ হৃদয়ের সাথে মাহমুদুল হাসানের দারুণ এক জুটিতে জয়ের সুবাস পায় বাংলাদেশ। এই দুজনে চতুর্থ উইকেটে যোগ করেছেন ১৪২ রান।


হৃদয় ফিরেছেন ৭৬ রান করে। দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়ে মাহমুদুল আউট হয়েছেন ২২৪ বলে ১১৪ করে। সাত নম্বরে নেমে ২৫ বলে ২০ রানের কার্যকর ইনিংস খেলেন শাহাদাত হোসেন।



promotional_ad

শাহাদাত আউট হলেও দুই লোয়ার অর্ডার ব্যাটসম্যান রুহেল (৪) ও মিনহাজুর (৩) অপরাজিত থেকে দলকে জয় এনে দিয়ে মাঠ ছেড়েছেন। েই দুজনের কল্যাণেই শেষ দিনের ২৫ বল হাতে রেখে জয় নিশ্চিত করে বাংলাদেশ।


প্রথম ইনিংসে ৭৬ রানের সাথে দ্বিতীয় ইনিংসে দারুণ সেঞ্চুরিতে ম্যাচ সেরা হয়েছেন মাহমুদুল হাসান। আর প্রথম ম্যাচে ৯ ও দ্বিতীয় ম্যাচে ৭ উইকেট নিয়ে সিরিজ সেরা বাঁহাতি স্পিনার মিনহাজুর রহমান।


সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ১০২.৫ ওভারে ৩৩৭ (হিল ৯১, হলম্যান ২৪, অলড্রিজ ১০, কাদরি ০, ফিঞ্চ ০*; রুহেল ২/৭৭, গালিব ২/৭০, মিনহাজুর ৩/১০৬, মুজাক্কির ৩/৭৪, শাহাদাত ০/৯)


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: (আগের দিন ১৯৪/৬) ৮৮ ওভারে ২২৮ (মাহমুদুল ৭৪, রুহেল ৪, মিনহাজুর ১১*, মুজাক্কির ০, গালিব ৪; ফিঞ্চ ১/৫১, অলড্রিজ ৪/৪৪, বল্ডারসন ৩/৪০, হলম্যান ১/৩৯, কাদরি ১/১৯, হিল ০/১৪)।


ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: ৫৪ ওভারে ২২৩/৮ (ডি.) (বল্ডারসন ৯, চার্লসওয়ার্থ ৬, স্মিথ ১০৪, ল্যামনবাই ১২, গোল্ডসওয়ার্থি ১৩, হিল ২০, কক্স ৩০, হলম্যান ৭, অলড্রিজ ৯*, কাদরি ৪*; মুজাক্কির ২/৫০, গালিব ২/৫৮, মিনহাজুর ৪/৭৪, রুহেল ০/৩৭, মাহমুদুল ০/২)।



বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩৩, আগের দিন ৩৪/১) ৯৩.৫ ওভারে ৩৩৩/৭ (তানজিদ ৫১, পারভেজ ৩৭, মাহমুদুল ১১৪, হৃদয় ৭৬, আকবর ৫, শাহাদাত ২০, রুহেল ৪*, মিনহাজুর ৩*; ফিঞ্চ ২/৬০, অলড্রিজ ২/৭৯, কাদরি ২/৬১, বল্ডারসন ০/১৯, হলম্যান ১/৪৭, হিল ০/৩৪, গোল্ডসওয়ার্থি ০/৩১)।


ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৩ উইকেটে জয়ী


সিরিজ: ২ ম্যাচ সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ২-০তে জয়ী


ম্যান অব দা ম্যাচ: মাহমুদুল হাসান


ম্যান অব দা সিরিজ : মিনহাজুর রহমান



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball