প্রিমিয়ার লিগের প্লেয়ার্স ড্রাফট সোমবার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) নতুন আসরের প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হচ্ছে সোমবার। এদিন সকাল বেলায় রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।
ড্রাফটের আগে ক্লাবগুলো আগেরবারের দল থেকে তিনজন করে ক্রিকেটার ধরে রাখার সুযোগ পেয়েছে। এরই মধ্যে দলগুলোর ধরে রাখা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।
আগামী ১ মার্চ থেকে প্রিমিয়ার লিগের আসর মাঠে গড়াবে। এর আগে ২৫ ফেব্রুয়ারি থেকে দলগুলোকে নিয়ে একটি টি-টুয়েন্টি আসর অনুষ্ঠিত হবে। এদিকে, এবারের ডিপিএলে প্রথম বিভাগ থেকে উঠে আসা দুই দল উত্তরা স্পোর্টিং ক্লাব ও বিকেএসপি অংশ নিচ্ছে।
আগের আসর না খেলায় তাদের খেলোয়াড় ধরে রাখার সুযোগ নেই। তাই ভারসাম্য আনতে ড্রাফটের আগেই তিন জন করে খেলোয়াড়কে তারা দলে টেনেছে। উত্তরা ‘এ’ ক্যাটেগরি থেকে সাব্বির রহমান, সানজামুল ইসলাম ও নাজমুল ইসলাম অপুকে দলে ভিড়িয়েছে।
তাদের মূল্য ছিল ২০ লাখ টাকা করে। আর বিকেএসপি দলে নিয়েছে যুবদলের তিন ক্রিকেটার আকবর আলি, শামিম হোসেন ও পারভেজ হোসেনকে। তারা তিনজনই পাবেন সাড়ে তিন লাখ টাকা করে।
এবার মোট সাত ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে ড্রাফটে থাকা ক্রিকেটারদের। ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে অভিজ্ঞতা আর গত কিছুদিনের পারফর্মেন্স বিবেচনা করে। এবার সর্বোচ্চ পারিশ্রমিক পাবেন জাতীয় দলের দুই তারকা মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদ।
দুজনই পাবেন ৩৫ লাখ টাকা করে। এদিকে, ড্রাফট প্রসঙ্গে আবাহনীর কোচ খালেদ মাহমুদ সুজন বলেছেন, এটা ক্লাবগুলোর জন্য অনেক সহায়ক। নিজেদের বাজেটের মধ্যে দল গঠনের জন্য এটা অনেক সাহায্য করবে বলে বিশ্বাস তাঁর।

'ড্রাফট ভাগ্যের উপর নির্ভর করে। এটা নির্ভর করে কয়টি ডাক দিলেন তাঁর উপর। ড্রাফট ক্লাবগুলোর জন্য অনেক সহায়ক হবে। এটা জবাবদিহিতা নিশ্চিত করে। এখন আপনি বাজেটের মধ্যে দল গড়তে পারবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি পরিশোধ (খেলোয়াড়দের মূল্য) করতে না পারলে খুব দুঃখজনক। তাদের সাহায্য করার জন্য বিসিবি আছে। আমি মনে করি বিসিবির অবশ্যই প্রয়োজন অনুযায়ী সাহায্য করবে। বেতন-ইস্যু এখন বিসিবির দায়িত্ব এবং তারা চেষ্টা করছে।'
ধরে রাখা ক্রিকেটারের তালিকাঃ
আবাহনী লিমিটেড : মাশরাফি বিন মুর্তজা, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত
শেখ জামাল ধানমণ্ডি ক্লাব : জিয়াউর রহমান, নুরুল হাসান সোহান, তানবীর হায়দার
লিজেন্ডস অব রূপগঞ্জ : নাঈম ইসলাম, নাঈম শেখ, আসিফ হাসান
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব : ফরহাদ রেজা, মার্শাল আইয়ুব, আরাফাত সানি
খেলাঘর সমাজ কল্যাণ সমিতি : রবিউল ইসলাম রবি, মাহিদুল ইসলাম অঙ্কন, তানভির ইসলাম
গাজী গ্রুপ ক্রিকেটার্স : ইমরুল কায়েস, মেহেদি হাসান, আবু হায়দার রনি
মোহামেডান স্পোর্টিং ক্লাব : রকিবুল হাসান, কাজি অনিক ইসলাম, ইরফান শুক্কুর
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব : আরিফুল হক, জাকির হাসান, মোহাম্মদ আল আমিন
শাইনপুকুর ক্রিকেট ক্লাব : শুভাগত হোম, আফিফ হোসেন, তৌহিদ হৃদয়
ব্রাদার্স ইউনিয়ন : জুনায়েদ সিদ্দিক, মিজানুর রহমান, ইয়াসির আলি চৌধুরি
নবাগত দুই দলের খেলোয়াড় তালিকা :
উত্তরা স্পোর্টিং ক্লাব: নাজমুল ইসলাম অপু, সাব্বির রহমান, সানজামুল ইসলাম
বিকেএসপি : শামিম হোসেন, আকবর আলি, পারভেজ হোসেন