promotional_ad

বড় লক্ষ্যের জবাব দিচ্ছে বাংলাদেশ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


চট্টগ্রামে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দ্বিতীয় টেস্টে সফরকারীদের দেয়া ৩৩৩ রানের বড় লক্ষ্য তাড়া করছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তৃতীয় দিন শেষে ২৯৯ রানে পিছিয়ে আছে বাংলাদেশ দল।


দ্বিতীয় ইনিংসে ১ উইকেটের বিনিময়ে ৩৪ রান করে তৃতীয় দিন পার করেছে টাইগার যুবারা। বাংলাদেশের হয়ে ওপেনার তানজিদ হাসান অপরাজিত আছেন ২৮ রান করে। এর আগে, তৃতীয় দিনে ৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দিন শুরু করা বাংলাদেশ দল বাকি চার উইকেট হারিয়েছে মাত্র ৩৪ রানে।


ফলে টাইগার যুবাদের প্রথম ইনিংস গুটিয়ে যায় ২২৮ রানে। ৬২ রানে অপরাজিত মাহমুদুল হাসান আউট হন ৭৪ রানে। নিচের সারির আর কোনো  ব্যাটসম্যান দাঁড়াতে পারেননি। ইংলিশ পেসার কেসি অলড্রিজ একাই নিয়েছেন ৪ উইকেট।


প্রথম ইনিংসে ১০৯ রানের লিডের পর ৮ উইকেট হারিয়ে ২২৩ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছে ইংল্যান্ড। টাইগার যুবাদের বিপক্ষে প্রথম ইনিংসে জেমি স্মিথ দারুণ খেলেও সেঞ্চুরি পাননি ১০ রানের জন্য।



promotional_ad

দ্বিতীয় ইনিংসে সেই আক্ষেপ পূরণ করেছেন দারুণ এক সেঞ্চুরি দিয়ে। সারের এই তারকা ব্যাটসম্যান ১০৬ বলে ১০৪ রানের ইনিংস খেলেছেন। বড় লিডের পর ব্যাট সাবধানী শুরু করলেও একপ্রান্ত আগলে রেখে দলের রানের চাকা সচল রেখেছেন স্মিথ।


স্মিথ ছাড়া আর কেউ তেমন বড় সংগ্রহ গড়তে পারেনি। সাতে নেমে দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৬ বলে ৩০ রান করেছেন উইকেটকিপার জর্ডান কক্স। মূলত এই দুজনের ব্যাটেই দ্বিতীয় ইনিংসে ২২৩ রানের পুঁজি পায় ইংল্যান্ড।


শেষ দিনে ইংল্যান্ডের প্রয়োজন ৯ উইকেট, বাংলাদেশের ২৯৯ রান। সিরিজের প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে আছে বাংলাদেশ দল। 


সংক্ষিপ্ত স্কোর:


ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: ১০২.৫ ওভারে ৩৩৭ (হিল ৯১, হলম্যান ২৪, অলড্রিজ ১০, কাদরি ০, ফিঞ্চ ০*; রুহেল ২/৭৭, গালিব ২/৭০, মিনহাজুর ৩/১০৬, মুজাক্কির ৩/৭৪, শাহাদাত ০/৯)



বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ১ম ইনিংস: (আগের দিন ১৯৪/৬) ৮৮ ওভারে ২২৮ (মাহমুদুল ৭৪, রুহেল ৪, মিনহাজুর ১১*, মুজাক্কির ০, গালিব ৪; ফিঞ্চ ১/৫১, অলড্রিজ ৪/৪৪, বল্ডারসন ৩/৪০, হলম্যান ১/৩৯, কাদরি ১/১৯, হিল ০/১৪)।


ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: ৫৪ ওভারে ২২৩/৮ (ডি.) (বল্ডারসন ৯, চার্লসওয়ার্থ ৬, স্মিথ ১০৪, ল্যামনবাই ১২, গোল্ডসওয়ার্থি ১৩, হিল ২০, কক্স ৩০, হলম্যান ৭, অলড্রিজ ৯*, কাদরি ৪*; মুজাক্কির ২/৫০, গালিব ২/৫৮, মিনহাজুর ৪/৭৪, রুহেল ০/৩৭, মাহমুদুল ০/২)।


বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩৩) ৭.৩ ওভারে ৩৪/১ (তানজিদ ২৮*, অমিত ৬; ফিঞ্চ ০/১৮, অলড্রিজ ১/১৬)



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball