promotional_ad

সুইং নয়, ফার্গুসনের ভাবনায় ডেথ ওভার

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বাংলাদেশের বিপক্ষে ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে শেষের দিকে ৪ ওভার বোলিং করে মাত্র ১২ রানের বিনিময়ে ২ উইকেট শিকার করেছিলেন কিউই পেসার লকি ফার্গুসন। যে উইকেটের তালিকায় ছিলো সাব্বির রহমান এবং মোহাম্মদ সাইফুদ্দিনরা। 


ডেথ ওভারে দারুণ বোলিং করে এরই মধ্যে দারুণ সফলতার পরিচয় দিয়েছেন ২৭ বছর বয়সী এই কিউই। সম্প্রতি তিনি জানিয়েছেন বোলিংয়ে সুইং নিয়ে আসার থেকেও ডেথ ওভারে ভালো করার ক্ষেত্রে বেশি জোর দিতে চান তিনি। আর সেটি নিয়েই বর্তমানে কাজ করে যাচ্ছেন ফার্গুসন। কিউই এই পেস তারকা বলেছেন,  


promotional_ad

'আমাদের কিছু সেরা সুইং বোলার রয়েছে, তবে বল সুইং করা আমার শক্তিমত্তার মধ্যে পড়ে না। আমি ডেথ ওভারে ভালো বোলিং করা নিয়ে কাজ করছি। ওয়ানডে ক্রিকেটে মাঝামাঝি সময়ে উইকেট পাওয়া কঠিন। যখন অন্যরা চাপ কমিয়ে আনে, তখন হয়তো আমি কিছুটা কম আক্রমণাত্মক থাকি।' 


ফার্গুসনের বিশ্বাস সর্বদা উইকেট নেয়ার চেষ্টায় রত থাকলে প্রতিপক্ষকে দ্রুত অলআউট করা অসম্ভব কিছু নয় দলের পক্ষে। এরূপ মানসিকতা বর্তমানে প্রত্যেক বোলার ধারণ করেন, ধারণা তাঁর। ফার্গুসনের ভাষ্যমতে, 


'যখন থেকে আমি দলে আছি, তখন থেকেই দেখে আসছি আমরা বল হাতে বেশ আক্রমণাত্মক একটি দল। আমরা যদি সর্বদা উইকেট নেয়ার চেষ্টা করি, তাহলে প্রতিপক্ষকে অলআউট করতে পারবো। আমি মনে করি বর্তমানে এটাই সকল বোলারদের মাইন্ডসেট। যখন সকল বোলাররা উইকেট পায় সেটা দেখতে দারুণ লাগে। পুরো স্কোয়াডই তখন উঠে দাঁড়ায়।' 


ক্যারিয়ারের শুরু থেকেই দ্রুত বোলিং করার দিকে জোর দিয়ে আসছেন ফার্গুসন। একই সাথে নিজেকে ফিট রাখার জন্য কাজ চালিয়ে গিয়েছেন পুরোদমে। নিজেকে ফিট রাখতে পেরে গর্বিত এই কিউই পেসার জানিয়েছেন পুরো মৌসুমেই নিজের গতি ধরে রাখতে চান তিনি,  


'আমার বোলিংয়ের অন্যতম অস্ত্র হলো দ্রুততা। আমি আমার ক্যারিয়ার জুড়ে নিজেকে ফিট রাখতে অনেক কাজ করেছি। আমার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো দীর্ঘ সময়ের জন্য দ্রুত বোলিং করা। আপনি যদি বোলিংয়ের পেস, বাউন্স এবং আক্রমণাত্মক মনোভাব ধরে রাখতে পারেন পুরো ইনিংস জুড়ে, তাহলে শুরুতে এবং শেষে উইকেট পাওয়ার সুযোগ পাবেন। আমি আমার ফিটনেস নিয়ে গর্বিত এবং পুরো মৌসুমেই আমার বোলিংয়ের গতি ধরে রাখতে চাই,' বলেন ফার্গুসন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball