'সুপারম্যান' পেরেরার স্তুতিতে ক্রিকেট বিশ্ব

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শ্রীলঙ্কাকে অবিশ্বাস্য জয় এনে দেয়ার পর ওপেনার কুশল পেরেরার বন্দনায় মেতেছে গোটা ক্রিকেট বিশ্ব। ম্যাচ শেষে সংবাদ সম্মলনে প্রতিপক্ষ দলের অধিনায়ক ফাফ ডু প্লেসিসও কৃতিত্ব দিতে ভুল করেননি পেরেরাকে।
লঙ্কান এই ব্যাটসম্যানকে সুপারম্যান হিসেবে আখ্যা দিয়েছেন ডু প্লেসিস। ১৫৩ রানের অপরাজিত ইনিংসটির ব্যাখ্যায় তিনি বলেছেন, 'পে??েরার ব্যাট থেকে সুপারম্যানের ইনিংস পাওয়া গেল। অবিশ্বাস্য ম্যাচ দেখলাম।'
সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারেও পেরেরা বন্দনায় মেতেছেন অনেক সাবেক কিংবদন্তী ক্রিকেটারর। লঙ্কান সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা যেমন টুইট করেছেন, 'বিদেশে রান তাড়া করার ক্ষেত্রে কুশল পেরেরা সম্ভবত শ্রীলঙ্কার ক্রিকেট ইতিহাসে সেরা ইনিংসটা খেললো।'

মাহেলা জয়াবর্ধনেও থেমে থাকেননি। নিজের প্রতিক্রিয়া জানাতে তিনি লিখেছেন, 'পেরেরার ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্কের পরিচয় পাওয়া যাচ্ছে এই ইনিংসে।'
ইংলিশ সাবেক অধিনায়ক মাইকেল ভন এবং ভারতের স্পিন তারকা রবিচন্দ্র অশ্বিনও মুগ্ধ হয়েছেন পেরেরার এই কীর্তিতে। টুইটারে ভন লিখেছেন, 'দুর্দান্ত, কুশল। অন্যতম সেরা টেস্ট ইনিংস।'
অপরদিকে অশ্বিনের টুইটটি ছিলো এরুপ- 'কেউ বলেছিল, টেস্ট ক্রিকেট মৃতপ্রায়? শ্রীলঙ্কা, পেরেরার কাছ থেকে অসাধারণ ক্রিকেট দেখলাম।'
ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শ্রীলঙ্কাকে প্রথম টেস্টে এক উইকেটে ঐতিহাসিক জয় এনে দেওয়ার পরে ম্যাচের নায়ক কুশল পেরেরা বলেছেন, ‘‘নিজের কাজটা ঠিকঠাক করতে পেরেছি। তবে এখন খুব ক্লান্ত লাগছে।’’
উল্লেখ্য ডারবান টেস্টের চতুর্থ দিন মাত্র ২২৬ রানের মাথায় ৯ উইকেট হারিয়ে ফেলেছিলো সফরকারী শ্রীলঙ্কা। সেসময় জয়ের জন্য তাদের প্রয়োজন ছিলো ৭৮ রান।
সেই পরিস্থিতি থেকে বিশ্ব ফার্নান্দোকে সাথে নিয়ে শেষ উইকেটে ৭৮ রানের জুটি গড়েন কুশল পেরেরা। একই সাথে চতুর্থ ইনিংসে রান তাড়া করে জেতার ক্ষেত্রে বিশ্বরেকর্ড গড়েন তিনি। ১৫৩ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে তবেই মাঠ ছাড়েন এই ব্যাটসম্যান।