বাংলাদেশের কাছে হেরে বদলে গিয়েছে ইংল্যান্ডঃ গাভাস্কার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে ১৫ রানে হেরেছিল ইংল্যান্ড। সেই ম্যাচের পরে বদলে গিয়েছে ইংলিশদের ওয়ানডে খেলার ধরণ মনে করছেন ভারতীয় ধারাভাষ্যকার সুনিল গাভাস্কার।
ইংলিশদের ২০১৯ সালের বিশ্বকাপের হট ফেভারিটও মানছেন সাবেক এই ভারতীয় ব্যাটসম্যান। ইন্ডিয়া টুডে'কে দেওয়া এক সাক্ষাৎকারে গাভাস্কার জানান,

'বিশ্বকাপের জন্য সবচেয়ে শক্ত প্রতিপক্ষ ইংল্যান্ড। বিশ্বকাপ ইংল্যান্ডে হবে এজন্য ইংল্যান্ড ফেভারিট নয়, তাঁরা ওয়ানডে ক্রিকেটে তাঁদের মানসিকতার ব্যাপক পরিবর্তন করেছে এজন্যই তাঁরা ফেভারিট।
'২০১৫ বিশ্বকাপের লীগ পর্বে তাঁরা সম্ভবত বাংলাদেশের কাছে হেরে গিয়েছিল। কিন্তু তাঁরপর থেকে তাঁরা যেভাবে তাঁদের দল বাছাই করেছে এবং খেলার পরিবর্তন করেছে, বলতে হচ্ছে তাঁরাই ফেভারিট।'
উল্লেখ্য, মাহমুদুল্লাহ রিয়াদের ১০৩ ও মুশফিকুর রহিমের ৮৯ রানের সুবাদে অ্যাডিলেডের সেই ওয়ানডে ম্যাচে সাত উইকেটে ২৭৫ রান করেছিলো বাংলাদেশ।
জবাবে ২৬০ রানে অলআউট হয়ে গিয়েছিল ইংলিশরা। ম্যাচ জেতাতে চার উইকেট নিয়েছিলেন রুবেল হোসেন। আসন্ন বিশ্বকাপে ইংলিশদের প্রশংসা করে গাভাস্কার আরও জানান,
'তাঁদের ভালো ওপেনিং জুটি আছে। তাঁদের শক্ত মিডল অর্ডার ব্যাটিং লাইনআপ আছে। তাঁদের দুর্দান্ত কয়েকজন অলরাউন্ডার আছে। এছাড়াও তাঁরা নিজের মাঠে খেলছে যা তাঁদের অনুপ্রেরণা যোগাবে।'