ইনজুরিতে মুশফিক-মিঠুন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
তৃতীয় ওয়ানডের আগে দুঃসংবাদ অপেক্ষা করছে বাংলাদেশ দলের জন্য। তা হচ্ছে ইনজুরিতে পড়েছেন দলের দুই ইনফর্ম ব্যাটসম্যান মুশফিকুর রহিম এবং মোহাম্মদ মিঠুন।
দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট এমনটাই জানিয়েছেন মিডিয়াকে। মুশফিকের ইনজুরি পুরনো। ২০১৮ সালের এশিয়া কাপে পাঁজরের সেই ইনজুরি আবারও ভোগাচ্ছে তাঁকে।

অপরদিকে হার্মেস্টিং ইনজুরিতে ভুগছেন মিঠুন। ক্রাইস্টচার্চে দ্বিতীয় ওয়ানডেতে রান নেওয়ার সময় পা পায়ে টান পড়ে তাঁর। এরপরেও অবশ্য মাঠ ছেড়ে যাননি মিঠুন। দলের দুই ব্যাটিং স্তম্ভকে নিয়ে মাসুদ জানান,
'মুশফিক তাঁর পুরনো পাঁজরের ইনজুরিতে পড়েছে। যদিও আজ সে উইকেটে টিকে ছিল। আমরা তাঁকে ৪৮ ঘণ্টা অবজারবেশনে রেখেছি। দুয়েক দিন পর তাঁর সম্পর্কে বলতে পারব।
'মিঠুন তাঁর পুরনো হার্মেস্টিং ইনজুরিতে পড়েছে যখন সে আজ সিঙ্গেল নিতে গিয়েছে। এরপরেও সে মাঠ ছাড়েনি। ফিজিওর কথা অনুযায়ী মিঠুনও ৪৮ ঘণ্টা অবজারবেশনে থাকবে।'
ডুনেডিনে ফেব্রুয়ারির ২০ তারিখে সিরিজের শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে বিশ্রাম নিলে সেরে যাবেন মিঠুন, আশা প্রকাশ করছেন দলের অভিভাবক মাসুদ।
'আশা করছি বিশ্রাম পাওয়ার পর সে সুস্থ হয়ে যাবে। পরবর্তী ম্যাচে সে খেলবে কিনা তা বোঝা যাবে সে তাঁর ইনজুরি কাটিয়ে উঠেছে কিনা তার ওপর।'