ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ছেন ফারব্রেস

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
উইন্ডিজ সফরে ব্যর্থতার জেরে ইংল্যান্ড জাতীয় দলের সহকারী কোচের পদ থেকে পদত্যাগ করেছেন পল ফারব্রেস। বিশ্বকাপের আগ মূহুর্তে ইংল্যান্ড দলের জন্য এটি একটি বড় ধাক্কা।
ইংল্যান্ডের সহকারী কোচের পদ ছেড়ে তিনি কাউন্টির দল ওয়ারউইকশায়ারের পরিচালকের পদে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দলটিতে স্থলাভিষিক্ত হবেন অ্যাশলি গিলসের।

গিলস বর্তমানে ইংল্যান্ড দলের ব্যবস্থাপনা পরিচালক পদের দায়িত্বে আছেন। এদিকে, ২০১৫ বিশ্বকাপের পর ইংল্যান্ড দলের সাদা পোষাকের ক্রিকেটে যে ব্যপক পরিবর্তন হয়েছে তাতে দারুণ অবদান রয়েছে ফারব্রেসের।
২০১৪ সাল থেকে ইংল্যান্ডের সহকারী কোচের দায়িত্ব পালন করছিলেন ৫১ বছর বয়সী ফারব্রেস। আগামী মাসেই ইংল্যান্ডের দায়িত্ব ছাড়বেন তিনি। ২০১৫ সালে অন্তর্বর্তীকালিন কোচ হিসেবে ছিলে ফারব্রেস। নিউজিল্যান্ডের বিপক্ষে তাঁর অধীনে ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড।
দলটির হয়ে দারুণ সব সাফল্য বয়ে আনলেও, ব্যর্থতার দায় কাঁধে নিয়েই দায়িত্ব ছাড়ছেন ফারব্রেস। ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার কথা তিনি নিজেই জানিয়েছেন, বলেছেন এই দায়িত্ব থেকে অনেক কিছু শিখেছেন তিনি। এবার নতুন কিছু চেষ্টা করার পালা।
‘ইংল্যান্ড দলের সঙ্গে আমি দারুণ ৫ বছর কাটিয়েছি। বিশ্বের দারুন সব কোচদের সঙ্গে কাজ করার বড় এক অভিজ্ঞা এটা। আর বিশ্বের সেরা ক্রিকেটাররাও আছেন এখানে। আছেন আরও অনেক সহকারীরা। আমি আমার জীবনে অনেক কিছুই এখান থেকে শিখেছি। নিজেকে তৈরি করেছি এবং তাদের সাহায্য করেছি। এবার অন্য কিছু চেষ্টা করে দেখি।’
উইন্ডিজের বিপক্ষে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড।