উইন্ডিজের ওয়ানডে দলে তিনটি পরিবর্তন

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম দুই ওয়ানডের জন্য উইন্ডিজ দলে ডাক পেয়েছেন কার্লোস ব্র্যাথওয়েট, শেলডন কট্রেল এবং জন ক্যাম্পবেল।
উইন্ডিজ দলে বর্তমানে ইনজুরিতে আছেন কিমো পল, রভম্যান পাওয়েল এবং এভিন লুইস। এই তিন ক্রিকেটারের ইনজুরিতে জায়গা মিলেছে ব্র্যাথওয়েটদের।

উইন্ডিজ নির্বাচকদের প্রধান কোর্টনি ব্রাউন মনে করছেন আসন্ন বিশ্বকাপ উপলক্ষে নিজেদের প্রমাণ করার জন্য এটাই সবচেয়ে বড় সুযোগ এই তিন ক্রিকেটারের।
কোর্টনি ব্রাউন জানান, 'সিরিজ এখনও শুরু হয়নি, কিন্তু আমাদের কয়েকজন ক্রিকেটার ইনজুরি আক্রান্ত হয়েছেন। যারা সুযোগ পেতে যাচ্ছে বিশ্বকাপ উপলক্ষে এটা তাঁদের প্রমাণ করার সুযোগ।
এই সিরিজে ওয়ানডে অভিষেক হতে যাচ্ছে চ্যাম্পবেলের। সম্প্রতি খেলা তিনটি টেস্ট ম্যাচে প্রতিভার স্বাক্ষর রেখেছেন তিনি। তাই এভিন লুইসের বদলি হিসেবে তাঁকেই বেঁছে নিয়েছে বোর্ড।
'এভিন লুইস গ্রোয়িং ইনজুরিতে পড়ায় তাঁকে বাদ দিয়ে চ্যাম্পবেলকে নেওয়া হয়েছে। টেস্ট ম্যাচে দারুণ ওপেন করেছেন চ্যাম্পবেল। তিনি একজন নির্ভীক এবং আক্রমণাত্মক ওপেনার।'