কেউই ইচ্ছে করে ক্যাচ ছাড়ে নাঃ গাপটিল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ব্যাটে বলে দুর্দান্ত একটি দিন গেছে নিউজিল্যান্ডের। বাংলাদেশকে ২২৬ রানে অল আউট করে দিয়ে ৮ উইকেট হাতে রেখে বড় জয় নিশ্চিত করেছে তারা। এই জয়ে সিরিজও নিশ্চিত হয়েছে। তবে, এই ম্যাচে বেশ কিছু ক্যাচ হাতছাড়া হয়েছে কিউইদের।
যা চিন্তায় ফেলে দিয়েছে দলটিকে। প্রোটিয়া তারকা মার্টিন গাপটিল সংবাদ সম্মেলনে জানিয়েছেন, কেউই কখনও ইচ্ছে করে ক্যাচ হাতছাড়া করতে চায় না। আগামী কয়েকদিন তারা এগুলো নিয়ে কাজ করবেন বলে জানালেন গাপটিল।

'কেউ কখনই ক্যাচ ছাড়তে চায় না। কারোরই এটা করার ইচ্ছা থাকে না। কোনো কোনো সময় এমন দিন যায়। এটা খুবই হতাশার ছিল এবং আমরা আগামী কয়েকদিন এগুলো নিয়ে কাজ করবো।'
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে শুরু থেকেই উইকেট হারাচ্ছিল বাংলাদেশ। সেখানে কিউই ফিল্ডাররা টাইগারদের সহজ কিছু ক্যাচ না ছাড়লে আরও আগেই শেষ হয়ে যেত বাংলাদেশের ইনিংস।
বিশেষ করে রস টেইলরের হাতছাড়া করা দুটি ক্যাচ ছিল দৃষ্টিকটু। লকি ফার্গুসেনের বলে ব্যক্তিগত ১ রানে স্লিপে মুশফিকের ক্যাচ ছেড়ে দিয়েছিলেন রস টেইলর। অবশ্য জীবন পেয়ে বড় ইনিংস খেলতে পারেননি তিনি আউট হয়েছেন ২৪ রান করে।
এরপর ব্যক্তিগত ৫ রানে কলিন গ্র্যান্ডহোমের বলে স্লিপে মিঠুনের সহজ ক্যাচ ছাড়েন রস টেইলর। জীবন পেয়ে ৫৭ রানের ইনিংস খেলে বাংলাদেশকে লড়াইয়ে পুঁজি এনে দিয়েছিলেন মিথুন।