পেরেরার ক্যারিয়ার সেরা ইনিংসে লঙ্কানদের শ্বাসরুদ্ধকর জয়

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ডারবান টেস্টে দক্ষিণ আফ্রিকার দেয়া ৩০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে নিজেদের শেষ ইনিংসে ২২৬ রানেই ৯ উইকেট হারিয়ে হারের প্রহর গুনছিল শ্রীলঙ্কা। সেখান থেকে বিশো ফার্নান্দোকে নিয়ে ৭৮ রানে অবিচ্ছিন্ন জুটি গড়ে দলকে ১ উইকেটের শ্বাসরুদ্ধকর জয় এনে দিয়েছেন কুশাল পেরেরা।
এই জয়ে ২ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে শ্রীলঙ্কা। শুক্রবার, ৩ উইকেটের বিনিময়ে ৮৩ রান করে দিন শেষ করেছিল শ্রীলঙ্কা। আগের দিনের অপরাজিত ব্যাটসম্যান অশাদা ফার্নান্দো ৩৭ রান করে আউট হয়েছেন।
এরপর রানের খাতা খোলার আগেই ফিরেছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলা। ষষ্ঠ উইকেটে ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে দারুণ এক জুটি গড়ে দলের বিপর্যয় সামাল দেন কুশাল পেরেরা।
ধনঞ্জয়া ৪৮ রান করে ফিরলে আবারও শুরু হয় লঙ্কান ব্যাটসম্যানদের আসা যাওয়া। একসময় মনে হচ্ছিল পেরেরা শুধু লঙ্কানদের হারের ব্যবধানটাই কমাচ্ছেন। সেই ধারণা ভুল প্রমাণ করেন শেষ উইকেটে বিশো ফার্নান্দোকে নিয়ে ৭৮ রানের জুটি গড়ে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছেন।

এই জুটির মুষ্টিমেয় রানই এসেছে পেরেরার ব্যাট থেকে। ফার্নান্দো শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন মাত্র ৬ রান করে। দলকে জেতানোর সাথে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরিটাও তুলে নিয়েছেন কুশাল পেরেরা।
শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ক্যারিয়ার সেরা ১৫৩ রান করে। তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫টি ছয় ও ১২টি চারে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নিয়েছেন কেশভ মহারাজ। ২টি করে উইকেট গেছে স্টেইন ও অলিভিয়ারের ঝুলিতে। ১টি করে উইকেট নিয়েছেন ফিল্যান্ডার ও রাবাদা।
এর আগে লঙ্কান বোলারদের দারুণ বোলিংয়ে ২৫৯ রানে থেমে যায় দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস। এদিনে ৬৬ রান খরচায় পাঁচটি উইকেট নেন এমবুলদেনিয়া। এছাড়া ৭১ রানে চার উইকেট শিকার করেন বিশ্ব ফার্নান্ডোর।
প্রোটিয়াদের হয়ে সর্বোচ্চ ৯০ রান করেন অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ৫৫ রান আসে কুইন্টন ডি ককের ব্যাট থেকে। প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয়েছিল দক্ষিণ আফ্রিকা। শ্রীলংকা নিজেদের প্রথম ইনিংসে করেছিলো ১৯১ রান।
সংক্ষিপ্ত স্কোরঃ-
দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসঃ- ২৩৫/১০
(কক ৮০, বাভুমা ৪৭; ফার্নান্দো ৪/৬২)
শ্রীলংকা প্রথম ইনিংসঃ- ১৯১/১০
(পেরেরা ৫১, করুনারত্নে ৩০; স্টেইন ৪/৪৮)
দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় ইনিংসঃ- ২৫৯/১০
(ডু প্লেসিস ৯০, কক ৫৫; এমবুলদেনিয়া ৫/৬৬)
শ্রীলংকা দ্বিতীয় ইনিংসঃ- ৩০৪/৯
(ফার্নান্ডো ৩৭, পেরেরা ১৫৩*, ডি সিলভা ৪৮; মহারাজ ৩/৩১, অলিভিয়ার ২/৩১)