promotional_ad

মাইলফলকের ম্যাচ রাঙ্গাতে ব্যর্থ মুশফিক

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নেমে একটি মাইলফলক স্পর্শ করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এই ম্যাচ দিয়েই দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডে ক্রিকেটে শততম ম্যাচ খেলার গৌরব অর্জন করেছেন তিনি। 


কিন্তু দুঃখের বিষয় নিজের মাইলফলক স্পর্শ করার এই ম্যাচটি রাঙ্গিয়ে রাখতে ব্যর্থ হয়েছেন মুশফিক। এদিন ব্যাটিং করতে নেমে দুই বার জীবন পেয়েছিলেন তিনি। এরপরেও মাত্র ২৪ রান করে আউট হয়েছেন তিনি। 



promotional_ad

ইনিংসের ১০ম ওভারের তৃতীয় বলে প্রথম জীবন পান মুশফিক। ম্যাট হেনরির করা সেই শর্ট বলটি পুল করেছিলেন তিনি। এরপর ডিপ মিড উইকেট অঞ্চলে টড অ্যাস্টেল ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন। সেসময় ৬ রানে অপরাজিত ছিলেন তিনি। 


এরপর লকি ফার্গুসনের করা ১৪তম ওভারের চতুর্থ বলে দ্বিতীয়বারের মতো জীবন পান মুশফিক। কিউই এই পেসারের বলে প্রথম স্লিপে ক্যাচ দিয়েছিলেন টাইগার উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে সেসময় ক্যাচটি লুফে নিতে ব্যর্থ হন অভিজ্ঞ রস টেইলর। ১৫ রানে অপরাজিত ছিলেন তিনি সেসময়। 


মুশফিককে অবশ্য ইনিংস লম্বা করতে দেননি সেই ফার্গুসনই। ১৮তম ওভারের ষষ্ঠ বলে মুশফিকের স্ট্যাম্প উড়িয়ে দিয়ে তাঁকে সাজঘরে ফেরত পাঠান তিনি। ফলে মাইলফলকের ম্যাচটিতে অল্প রানেই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগার ব্যাটসম্যানকে। 



উল্লেখ্য মুশফিকের আগে প্রথম বাংলাদেশি হিসেবে দুইশত ওয়ানডের মাইলফলকে পা রেখেছিলেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এখন পর্যন্ত ২০৪ টি ম্যাচ খেলেছেন নড়াইল এক্সপ্রেস।


মাশরাফি এবং মুশফিকের পর দেশের হয়ে সবথেকে বেশি ওয়ানডে খেলার তালিকায় আছেন সাকিব আল হাসান। এখন পর্যন্ত ১৯৫টি ম্যাচ খেলেছেন তিনি। তালিকায় এরপর যথাক্রমে আছেন তামিম ইকবাল এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। টাইগার ওপেনার তামিম ১৮৮টি ও আশরাফুল খেলেছেন ১৭৭টি ম্যাচ। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball