promotional_ad

মাশরাফিদের মূল্য নির্ধারণ করবে সিসিডিএম

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


ঢাকা প্রিমিয়ার লীগের (ডিপিএল) আইকন ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করে দিচ্ছে সিসিডিএম। আইকন ক্যাটাগরিতে থাকা ৯ ক্রিকেটারদের মূল্য ধরা হয়েছে ২৫-৩৫ লক্ষ টাকা। 


এর মধ্যে মূল্য নির্ধারণ করবে সিসিডিএম। সিসিডিএম ইনচার্জ তৌহিদ মাহমুদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। সাংবাদিকদের তিনি বলেছেন,



promotional_ad

'আমাদের সাতটা ক্যাটাগরি আছে। এ প্লাস গ্রেডে আমাদের যেই রেঞ্জটা সেটা হচ্ছে, ২৫-৩৫। এ তে রেখেছি আমরা ২০-২৫ এর মধ্যে। বি প্লাস রেখেছি ১৫-১৮। এভাবে ডি পর্যন্ত সাড়ে ৩ লাখ। এছাড়া ৫ লাখ, ৬ লাখ আছে। 


'যেমন এ প্লাসে ২৫-৩৫, এটা অনেক বড় পরিধি। আমরা অবশ্য বলে দিচ্ছি কে কত পাবে। মাশরাফি কত পাবে, লিটন কত পাবে, মিরাজ-ইমরুল কত পাবে, সেটা আমরা বলে দিচ্ছি। যদিও রেঞ্জটা আছে। তবে পারিশ্রমিকের তারতম্য হবে এবং সেটা আমাদের নির্ধারিত।'


এছাড়া এ প্লাস ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের বেশ কয়েকজনের নাম প্রকাশ করেছেন এই ক্রিকেট কর্তা। তাঁর ভাষায়,



'সবমিলিয়ে ৯ জনের মতোন ছিল। এখানে মাশরাফি, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ...জাতীয় দলের সিনিয়র যারা আছে তাঁরাই এ প্লাস ক্যাটাগরিতে আছেন, সবমিলিয়ে নয়জন। তাঁর মধ্যে দুইজনকে রেখে দেয়া হয়েছে, আরেকজন হচ্ছেন ইমরুল কায়েস। তাঁর আগের দল তাঁকে রেখে দিয়েছে।


'মিরাজকে এখনো কেউ রাখেনি। ড্রাফট থেকে তাঁকে নেয়া হবে। কারণ মিরাজকে ২২ মার্চের পর থেকে পাওয়া যাবে। যদি পহেলা মার্চে খেলা শুরু হয়ে তাহলে অনেক খেলা শেষ হয়ে যাবে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball