আইপিএলে ১৮ ক্রিকেটারকে 'দেখে' রাখবে ভারত

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আইপিএল শেষ হওয়ার কিছুদিন পরেই শুরু হচ্ছে বিশ্বকাপ। আর লম্বা সময়ে আইপিএল খেলার পর বিশ্বকাপে যেন ভারতীয় ক্রিকেটাররা ক্লান্ত না হয় সেদিকে বিশেষ নজর দিচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
ইতিমধ্যেই ১৮ ক্রিকেটারকে বিশ্বকাপের জন্য বেঁছে রেখেছে ভারত। আর এই ১৮ ক্রিকেটারের আইপিএলে যে দলে খেলবে তাঁদের সঙ্গেও আলোচনা করে রাখবে বিসিসিআই।

মিডিয়ার সামনে এমন সংবাদ জানিয়েছেন ভারতের নির্বাচক কমিটির প্রধান এমএসকে প্রাসাদ। 'আমরা ১৮ ক্রিকেটারের সংক্ষিপ্ত একটি তালিকা বানিয়েছি। বিশ্বকাপে এদের মধ্যে থেকেই খেলবে।
'তাঁদের যেন বেশি চাপ না পড়ে সেটা আমরা নিশ্চিত করতে চাই। সামনেই আমাদের কিছু মিটিং আছে এই ব্যাপারে, তখন আমরা আপনাদের জানাব।'
একই বিষয়ে কথা বলেছেন বিসিসিআইয়ের সেক্রেটারি অমিতাভ চৌধুরী। 'আমরা এবার ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার ব্যাপারে কথা বলব। এটা বিশ্বকাপের বছর। ফ্র্যাঞ্চাইজিগুলো ভারতেরই ফ্র্যাঞ্চাইজি। দেশের স্বার্থে তাঁরা এমন কিছু করতে রাজি হতেই পারে।'
উল্লেখ্য, মার্চের ২৩ তারিখে শুরু হওয়া আইপিএল চলবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত। এরপর মে মাসের ৩০ তারিখে শুরু হবে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ, চলবে জুলাইয়ের ১৪ তারিখ পর্যন্ত।