হারানো ছন্দ ফিরে পাচ্ছেন গাপটিল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে টানা দুই ওয়ানডেতে শতক হাঁকিয়ে নিজের পুরনো ছন্দ ফিরে পেয়েছেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। নেপিয়ারে প্রথম ওয়ানডেত?? তাঁর শতকের কল্যাণেই ৮ উইকেটের সহজ জয় নিয়ে মাঠ ছেড়েছিলো স্বাগতিক নিউজিল্যান্ড।
এরপর ক্রাইস্টচার্চেও পারফর্মেন্সের ধারাবাহিকতা বজায় রেখে শতক তুলে নেন তিনি। ছন্দ ফিরে পাওয়ার এই লড়াইয়ে বিজয়ী হওয়ার পর স্বভাবতই বেশ উচ্ছ্বসিত গাপটিল। দ্বিতীয় ওয়ানডের পর পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে তিনি বলেছেন,

'আমি আমার পুরনো ছন্দ ফিরে পাচ্ছি, ঠিক যেমনটা কয়েক বছর আগে ছিলাম। নেপিয়ারে কিছুটা সময় নিয়েছিলাম এবং এটি ব্যাটিংয়ে জন্য বেশ ভালো উইকেট ছিলো।'
কিউই এই ওপেনার আরও বলেন, 'পরিসংখ্যান আসলে আমাকে সেভাবে ত্বরান্বিত করে না, মাইলস্টোনও তেমন গুরুত্ববহ নয়, আপনাকে মাঠে যেতে হবে এবং দলকে জিতিয়ে ফিরতে হবে, এটাই গুরুত্বপূর্ণ।'
উল্লেখ্য এর আগে গত ভারত সিরিজে ব্যাট হাতে ভালো করতে পারেননি গাপটিল। পাঁচ ম্যাচ সিরিজের চারটিতে সর্বসাকুল্যে রান করেছিলেন ৪৭। এরপর ইনজুরির কারণে পঞ্চম ম্যাচের পাশাপাশি টি টুয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গিয়েছিলেন তিনি। অবশেষে আবারও নিজেকে ফিরে পাচ্ছেন এই কিউই ব্যাটসম্যান।