promotional_ad

ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় কাটিয়েছিঃ ফিঞ্চ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট || 


গত ছয় মাস ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় কাটিয়েছেন বলে মনে করেন অজি ওপেনার অ্যারন ফিঞ্চ। গত বছরই অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হয় তাঁর। এর আগে তাকে শুধু সীমিত ওভারের জন্যই বিবেচনা করা হতো তাকে।


এখন অস্ট্রেলিয়া দলের তিন ফরম্যাটের ক্রিকেটেই নিয়মিত তিনি। গত কয়েক মাসে অনেক বেশি টেস্ট ম্যাচ খেলতে হয়েছে তাকে। তাই টেস্ট ক্রিকেটের সঙ্গে মানিয়ে নেয়ার জন্য অনেক লড়াই করতে হয়েছে বলে জানিয়েছেন ফিঞ্চ।



promotional_ad

'সম্ভবত গত ছয় মাস আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সময় ছিল ফরম্যাট বদল ও মানিয়ে নেয়ার জন্য। টেস্ট অভিষেক এবং অনেক বেশি টেস্ট খেলার জন্য সম্ভবত মানসিক চ্যালেঞ্জ ছিল সবচেয়ে বেশি। দুবাইতে খেলা (পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ) এবং এরপর সরাসরি ওয়ানডে ও টেস্ট সিরিজ খেলা, এবারই সম্ভবত অস্ট্রেলিয়ার হয়ে টানা লম্বা সময় খেলেছি।'


গত বছর দুবাইতে অভিষেকের পর সরাসরি টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে নেমে যেতে হয়েছিল ফিঞ্চকে। তিনি মনে করেন আগে, তিন ফরম্যাটে খেলা ক্রিকেটারদের এই চোখে দেখেননি তিনি।


তিন ফরম্যাটেই খেলা দারুণ চ্যালেঞ্জিং বলে মনে করেন ফিঞ্চ। টানা তিন ফরম্যাটে খেলা কিছুটা ক্লান্তি দিলেও এটা তাঁর জন্য দারুণ এক অভিজ্ঞতা। ফিঞ্চ এটাকে তাঁর ক্যারিয়ারের শিক্ষণীয় বিষয় বলেই মনে করেন।



'এটা বেশ মানসিক ভাবে চ্যালেঞ্জিং ছিল এবং আমি সম্ভবত অতীতে তিন ফরম্যাটেই যারা খেলে তাদের যথেষ্ঠ ক্রেডিট দেইনি। এটা কিছুটা আপনাকে দুর্বল করে দেবে এবং একই সাথে এটি দারুণ। আমি কিছুর জন্য এটা বদলাবো না। এটা আমার খেলাটার জন্য অনেক বড় শিক্ষণীয় বিষয়।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball