promotional_ad

অস্ট্রেলিয়া সিরিজের দলে ফিরলেন কোহলি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টুয়েন্টি ও ওয়ানডে সিরিজের দলে ফিরেছেন ভারতের নিয়মিত অধিনায়ক ভিরাট কোহলি। বিশ্বকাপের আগে শেষ ওয়ানডে সিরিজে কোহলির ফেরা অনেকটাই নিশ্চিত ছিল।


ফিরেছেন লোকেশ রাহুল আর জাসপ্রিত বুমরাহও। তবে দলে জায়গা হয়নি উইকেটরক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক ও স্পিন বোলিং অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। বাদ পড়াদের তালিকায় আছেন তরুণ পেসার খলিল আহমেদও।


শুক্রবার কোহলিকে অধিনায়ক করে আসন্ন এই সিরিজের জন্য দল ঘোষণা করেছেন ভারতীয় নির্বাচকরা। সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে শেষ দুই ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ থেকে বিশ্রাম দেয়া হয়েছিল কোহলিকে।



promotional_ad

কোহলির অধিনায়কত্বেই অস্ট্রেলিয়ায় গিয়ে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত। এরপর নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে সিরিজে দাপট দেখিয়ে ৪-১ ব্যবধানে জিতেছে কোহলিরা।


আগামী ৩০ মে ইংল্যান্ড ও ওয়েলসের মাটিতে বসছে দ্বাদশ বিশ্বকাপের আসর৷ বিশ্বকাপের আগে আর কোনো ওয়ানডে সিরিজ নেই ভারতের। ফলে এই সিরিজটিই তাদের প্রস্তুতির মহড়া হবে। এই সিরিজে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামছে ভারত। 


টি-২০ সিরিজ ও প্রথম দু’টি ওয়ান ডে ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছে ভুবনেশ্বর কুমারকে৷ কিন্তু বিশ্বকাপের কথা মাথায় রেখে সিরিজের শেষ তিনটি ওয়ান ডে ম্যাচে ডানহাতি এই পেসার ভারতের জার্সি গায়ে দেখা যাবে।


ভারতের টি-টুয়েন্টি দলঃ ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্ত, দীনেশ কার্তিক, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, ক্রুণাল পান্ডিয়া, বিজয় শংকর, যুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কউল, মায়াঙ্ক মার্কান্ডে৷



প্রথম দুই ওয়ানডে ম্যাচের ভারতীয় দলঃ ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, কেদার যাদব, ঋষভ পান্ট, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, বিজয় শংকর, যুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কউল, মহম্মদ শামি, কুলদীপ যাদব, সিদ্ধার্থ কউল৷


শেষ তিনটি ওয়ানডে ম্যাচের ভারতীয় দলঃ ভিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, আম্বাতি রায়ডু, কেদার যাদব, ঋষভ পান্ট, এমএস ধোনি, হার্দিক পান্ডিয়া, বিজয় শংকর, যুবেন্দ্র চাহাল, জসপ্রীত বুমরাহ, উমেশ যাদব, সিদ্ধার্থ কউল, মহম্মদ শামি, কুলদীপ যাদব, ভুবনেশ্বর কুমার৷



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball