বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ছে ইংল্যান্ড

ছবি: বেন চার্লসওর্থ; ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টে শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল। প্রথম দিন শেষে ইংলিশদের সংগ্রহ ৬ উইকেট হারিয়ে ২৯৫ রান।
এই ম্যাচের শুরুতে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ইংল্যান্ডের যুবাদের। তারা দলীয় ১৬ রানেই হারায় ওপেনার জর্জ বাল্ডেরসেনের উইকেট।
তিনি মাত্র ৯ রান করে আসাদুল্লাহ হিল গালিবের বলে তানজিদ হাসানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন। দ্বিতীয় উইকেটে দারুণ এক জুটি গড়ে দলের প্রাথমিক বিপর্যয় সামাল দেন ওপেনার বেন চার্লসওর্থ ও জ্যামি স্মিথ।
এই দুজনে দ্বিতীয় উইকেটে যোগ করেন ১৫২ রান। ৬৩ রান করা চার্লসওর্থকে ফিরিয়ে এই জুটি ভেঙেছেন মুজাক্কির হোসেন। এর পরপরই ৯০ রান করা জ্যামি স্মিথকে ফিরিয়েছেন রুহেল আহমেদ।

ব্যাট হাতে এই ম্যাচে ব্যর্থ হয়েছেন গত ম্যাচে দারুণ এক অর্ধশতক হাঁকানো লুইস গোল্ডসওর্থী। তিনি কোনো রান না করেই আউট হয়েছেন রুহেলের দ্বিতীয় শিকার হয়ে। পঞ্চম উইকেটে আরেকটি বড় জুটি গড়েছেন টম লেমনবি ও জর্জ হিল।
এই দুজনে যোগ করেছেন ৭০ রান। টম ২৪ রান করে আউট হয়েছেন মিনহাজুর রহমানের বলে আকবর আলীর হাতে ক্যাচ দিয়ে। শেষ দিকে জর্ডান কক্স ১৩ রান করে ফিরলেও একপ্রান্ত আগলে রেখে দিন পার করেছেন জর্জ হিল।
তিনি অপরাজিত আছেন ৭৯ রান করে। ৬ রান করে তাঁর সঙ্গী লুক হলম্যান। দ্বিতীয় দিনে এই দুজনের ব্যাটের দিকেই তাকিয়ে থাকবে ইংলিশ যুবারা।
সংক্ষিপ্ত স্কোরঃ
টসঃ টস জিতে ফিল্ডিয়ে বাংলাদেশ।
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দল (প্রথম ইনিংস): ২৯৫/৬ (৯০ ওভার)
(স্মিথ ৯০, হিল ৭৯*; রুহেল ২/৬১, মিনহাজুর ২/৮৯)