promotional_ad

মাশরাফি-মুস্তাফিজদের সাহায্য করতে মরিয়া মিরাজ

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


প্রথম ওয়ানডেতে ভরাডুবির পর ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত দ্বিতীয় ওয়ানডেতে ঘুরে দাঁড়াতে চায় বাংলাদেশ। আর সেই কারণে দলের পেসারদের পাশাপাশি স্পিনারদের ভূমিকাও সমান গুরুত্বপূর্ণ, বিশ্বাস করেন টাইগারদের স্পিন বোলিং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। আর সেই কারণেই মাশরাফি, মুস্তাফিজদের সাহায্য করতে অনেকটাই মুখিয়ে আছেন তিনি। 


নিউজিল্যান্ডের উইকেট থেকে স্পিনাররা সাধারণত বেশি উইকেট পায় না বিধায় রান কম দেয়ার ক্ষেত্রে মনোযোগ দিচ্ছেন মিরাজ। একই সাথে পেসারদের সাথে সম্মিলিতভাবে ভালো বোলিং করে উইকেট এনে দিতে ইচ্ছুক তিনি। দ্বিতীয় ওয়ানডের আগের দিন সাংবাদিকদের সাথে আলাপকালে মিরাজ বলেছেন,  



promotional_ad

'আমার মনে হয়, এখানে স্পিনারদের যে ভূমিকা, সেটি হচ্ছে পেসারদের সাহায্য করা। এখানে স্পিনাররা বেশি টার্ন পায় না। উইকেটের সহায়তা পায় না। এখানে চেষ্টা করা যায়, যতটা সম্ভব রান কম দেওয়ার। রান চেক দিয়ে যাওয়া। এভাবে বোলিং করলে পেস বোলাররা উইকেট পেতে পারে। আমি মনে করি এখানে স্পিনারদের কাজ পেসারদের উইকেট পেতে সহায়তা করা।'


সাকিব আল হাসান বিহীন বাংলাদেশের স্পিন ডিপার্টমেন্ট সামলানোর গুরু দায়িত্ব পালন করতে হচ্ছে মিরাজকেই। তবে নিউজিল্যান্ডের মাটিতে খেলা বলেই স্পিনারদের থেকে পেসারদের ওপর বেশি নির্ভর করছে দল, মতামত টাইগার এই অলরাউন্ডারের। তাঁর ভাষ্যমতে,


'দেশে খেললে স্পিনারদের ওপর নির্ভর করা হয়। বিদেশে পেসারদের ওপর। সাকিব ভাই থাকলে অবশ্য অন্য হিসাব। অবশ্যই ভালো হতো। আত্মবিশ্বাস বেশি পেতাম। এখন এখানে আমাকে স্পিনারদের মূল ভূমিকাটা পালন করতে হচ্ছে।' 




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball