ক্রাইস্টচার্চে সিরিজে ফিরতে চায় বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||
নেলসনে প্রথম ওয়ানডে হারার পর বিমর্ষ বাংলাদেশ দল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিতেই সিরিজে ফিরতে চায় তাঁরা। ক্রাইস্টচার্চে পৌঁছে দলের ম্যানেজার খালেদ মাসুদ পাইলট শুনিয়েছেন এমন কথা।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কন্ডিশনে মনের মতো উইকেট পেয়েও সেটা কাজে না লাগানোর আফসোসে পুড়ছেন তাঁরা। ক্রিকফ্রেঞ্জিকে খালেদ মাসুদ পাইলট জানান,

'আমরা ক্রাইস্টচার্চে পৌঁছে গিয়েছি। সামনের ম্যাচটি আমাদের বাঁচা মরার লড়াই, আমরা এই ম্যাচেই সিরিজে ফিরতে চাই।'
এদিকে দ্বিতীয় ম্যাচে নামার আগে আগামীকাল শুক্রবার ক্রাইস্টচার্চে অনুশীলন পর্ব সেরে নিবে বাংলাদেশ দল। অনুশীলন পর্বে ক্রিকেটারদের আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান পাইলট।
তাঁদের দুর্বলতা গুলো নিয়ে কাজ করার পরামর্শও দেন দলের অভিভাবক হয়ে নিউজিল্যান্ডে যাওয়া পাইলট। ক্রিকফ্রেঞ্জিকে আরও জানান,
'শুক্রবার আমাদের জন্য বিশেষ গুরুত্বের, কেননা আমাদের অনুশীলন পর্ব রয়েছে। আমরা আবারও ঐক্যবদ্ধ হতে চাই এবং অনুশীলন পর্ব শেষ করতে চাই ভালোমতো। অনুশীলনের পর তাঁদের যেন দুর্বলতা না থাকে সেই ব্যাপারে নজর রাখতে চাই।'