বাংলাদেশ সিরিজ দিয়ে বিশ্বকাপের দুয়ার খুলতে চান হেনরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আসন্ন বিশ্বকাপের নিউজিল্যান্ড দলে জায়গা পাওয়াটা যে বড় ধরণের একটি চ্যালেঞ্জ ডানহাতি পেসার ম্যাট হেনরির জন্য তা বলাই বাহুল্য। কারণ স্কোয়াডে সুযোগ পেতে হলে তাঁকে লড়াই করতে হবে লকি ফারগুসন, অ্যাডাম মিলনে, ট্রেন্ট বোল্টদের মতো ইনফর্ম বোলারদের সাথে।
তবে একদিক থেকে আশান্বিত হতেই পারেন হেনরি। ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ৩৫ রান খরচায় ৪ উইকেট শিকার করেছিলেন এই কিউই। সেই সিরিজের পর বাংলাদেশের বিপক্ষে প্রথম ম্যাচেও দারুণ পারফর্ম করেছেন তিনি।

৪৮ রান খরচায় ২ উইকেট তুলে নিয়েছিলেন ২৭ বছর বয়সী এই কিউই। এবার টাইগারদের বিপক্ষে বাকি দুই ম্যাচেও সুযোগের সদ্ব্যবহার করতে চান তিনি। এই প্রসঙ্গে হেনরি বলেছেন,
'সত্যি বলতে আমি বেশ ভালো বোধ করছি। দলে সুযোগ পাওয়াটা দারুণ কিছু। আমি সুযোগের সদ্ব্যবহার করতে মুখিয়ে আছি। আমি মনে করি বিশ্বকাপে খেলাটা সকলের লক্ষ্য। বিশ্বকাপে খেলাটা অবশ্যই স্পেশাল কিছু। আপনি যখনই কালো জার্সিতে মাঠে নামবেন তখন আপনার সেরাটা দেয়ার চেষ্টা করবেন এবং নিজের সামর্থ্য অনুযায়ী খেলবেন ফলাফল এনে দেয়ার জন্য।'
বাংলাদেশের বিপক্ষে সম্মিলিতভাবে দারুণ বোলিং করেছিলেন নিউজিল্যান্ডের বোলাররা। ট্রেন্ট বোল্ট এবং মিচেল স্যান্টনার নিয়েছিলেন ৩টি করে উইকেট। সেই কারণে দলের বোলারদের প্রশংসা করে হেনরি জানিয়েছেন, 'দলের বোলিং গ্রুপকে একসাথে ভালো করতে দেখাটা সর্বদাই অসাধারণ এবং আমরা সম্মিলিত পারফর্মেন্স দেখাতে পেরেছি।'
উল্লেখ্য এবারের বিশ্বকাপে খেলার সুযোগ পেলে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিবেন ম্যাট হেনরি। ২০১৫ ক্রিকেট বিশ্বকাপে অ্যাডাম মিলনের ইনজুরিতে দলে সুযোগ পেয়েছিলেন এই কিউই পেসার। এবার আবারও বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি বলে ধারণা করা যাচ্ছে।