ডিআরএস নিয়ে বিতর্কে আলিম দার

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
আম্পায়ারিং নিয়ে বিতর্কের জন্ম দিয়েছেন পাকিস্তানের আলিম দার। শ্রীলংকা-দক্ষিণ আফ্রিকার মধ্যকার সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন শ্রীলংকাকে ডিআরএস নিতে না দেয়ায় এই বিতর্কের জন্ম দেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ইনিংস চলাকালীন সময় হাশিম আমলাকে লেগ বিফরের ফাঁদে ফেলে আউটের আবেদন করেন লঙ্কান বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্ডো। আলিম দার আউট না দিলে লঙ্কান দলপতি দিমুথ করুনারত্নে দেরি করে রিভিউ চাওয়ায় পরবর্তীতে আলিম দার তাঁকে রিভিউ নিতে দেন নি।

আইসিসির ৩.২.২ ধারা অনুযায়ী বল হওয়ার ১৫ সেকেন্ডের মধ্যে রিভিউয়ের আবেদন করতে হয়। এরপর কোনো দল আবেদন করলে সেটি গ্রহণ করা হয় না।
কিন্তু টিভি ধারাভাষ্যকাররা রিপ্লেতে দেখেন, রিভিউ চাইতে ১৩ সেকেন্ড সময় নিয়েছে শ্রীলঙ্কা। আলিম দার তবু সেটি নাকচ করে দিয়েছেন। এতেই শুরু হয় বিতর্ক।
টেলিভিশন আম্পায়ার হিসেবে দায়িত্বে থাকা ইয়ান গোল্ড চাইলে পরবর্তীতে সেটা পুনর্বিবেচনা করতে পারতেন। কিন্তু তিনিও কোন সাড়া দেন নি এই ঘটনায়।
জীবন পেয়ে ৩ রানের বেশী অবশ্য করতে পারেন নি আমলা। শেষ পর্যন্ত ডি ককের ফিফটির উপর ভর করে ২৩৫ রানে অল আউট হয় আফ্রিকা। ডি কক করেন ৯৪ বলে ৮০ রান।