promotional_ad

মাশরাফি থাকছেন পুরনো দলেই

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


আসন্ন ঢাকা প্রিমিয়ার লীগে (ডিপিএল) গতবারের চ্যাম্পিয়ন আবাহনীতেই থাকছেন ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। মাশরাফি সহ মোসাদ্দেক হোসেন ও নাজমুল ইসলাম শান্তকেও এবারের ডিপিএলের জন্য রেখে দিয়েছে দলটি। 


খালেদ মাহমুদ সুজন, আবাহনীর কোচ ক্রিকফেঞ্জিকে আবাহনীর নিশ্চিত করেছেন। ঢাকা প্রিমিয়ার লীগের ড্রাফট অনুষ্ঠিত হওয়ার কথা আগামী ১৮ ফেব্রুয়ারি। এর আগেই সর্বোচ্চ তিন ক্রিকেটারের রিটেইনশন লিস্ট জমা দেয়ার কথা ক্লাব গুলোর।



promotional_ad

আবাহনীর কোচ খালেদ মাহমুদের ভাষায়, 'আগামী ডিপিএলের জন্য তিনজনকে রিটেইন করছি আমরা। মাশরাফি, শান্ত ও মোসাদ্দেক আছে আমাদের রিটেইনশন লিস্টে।'


পুরো আসরেই এই তিন ক্রিকেটারকে পেতে যাচ্ছে ঢাকার ক্রিকেটের শীর্ষে ক্লাবটি। বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের ওয়ানডে সিরিজ শেষে হবে ফেব্রুয়ারি। ১ মার্চ থেকে শুরু হতে যাওয়া ডিপিএলের প্রথম ম্যাচ থেকেই মাশরাফিকে পাবে দলটি।


জাতীয় দলের স্কোয়াডের বাইরে থাকায় পুরো আসর মোসাদ্দেক হোসেন ও নাজমুল ইসলাম শান্তকে পাবে আবাহনী। 



গত আসরে আবাহনীর স্কোয়াডঃ মাশরাফি বিন মুর্তজা, নাসির হোসেন, তাসকিন আহমেদ, সাকলাইন সজীব, মেহেদী হাসান মিরাজ, হাসান মাহমুদ, হোসেন আলি, মোহাম্মদ রাকিব, মোসাদ্দেক হোসেন, নাজমুল হোসেন শান্ত, সানজামুল ইসলাম, সাইফ হাসান, মোহাম্মদ মিঠুন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball