ইংল্যান্ডকে হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামছে বাংলাদেশ

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
ইংল্যান্ড অনূর্ধ্ব ১৯ দলের বিপক্ষে প্রথম টেস্টে ৮ উইকেটের বিশাল জয়ের দেখা পেয়েছিলো স্বাগতিক বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। এবার দ্বিতীয় টেস্টে জয় তুলে নিয়ে ইংলিশদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামতে যাচ্ছে তারা।
আগামীকাল বাংলাদেশ সময় সকাল সাড়ে নয়টায় দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে মুখোমুখি হবে দুই দল। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ম্যাচে নিজেদের প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবে সফরকারী ইংল্যান্ড দলের ক্রিকেটাররা।
কেননা একই মাঠে অনুষ্ঠিত প্রথম ম্যাচে বাংলাদেশের সামনে দাঁড়াতেই পারেনি টম ল্যাম্মনবাইয়ের দলটি। সেই ম্যাচে ইংলিশদের পক্ষে অর্ধশতক হাঁকাতে পেরেছিলেন শুধুমাত্র দুই ওপেনার বেন চার্লসওর্থ এবং জর্জ বল্ডারসন। প্রথম ইনিংসে ৯৯ রান করেছিলেন চার্লসওর্থ ও বল্ডারসন খেলেছিলেন ৬৫ রানের ইনিংস।

বাকি ব্যাটসম্যানদের মধ্যে আর কেউই উল্লেখযোগ্য কিছু করতে পারেননি। তাই এবার বড় ইনিংস খেলার প্রত্যয় নিয়ে মাঠে নামতে মরিয়া সফরকারী দলের ব্যাটসম্যানেরা। মুদ্রার উল্টো পিঠ অবশ্য আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ দলের ক্ষেত্রে।
প্রথম টেস্টে বিশাল ব্যবধানে ইংল্যান্ডকে হারিয়ে বেশ আত্মবিশ্বাসী তারা। পাশাপাশি দলের ব্যাটসম্যান এবং বোলারদের পারফর্মেন্সও এখন পর্যন্ত যথেষ্ট ইতিবাচক। প্রথম ম্যাচে ব্যাট হাতে ইংলিশ বোলারদের ওপর ছড়ি ঘুরিয়েছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানেরা।
প্রথম ইনিংসে চার ব্যাটসম্যান পেয়েছিলেন অর্ধশতকের দেখা। যাদের মধ্যে পারভেজ হোসেন ইমন ৬২, তৌহিদ হৃদয় ৬২, অধিনায়ক আকবর আলি ৮২ এবং শাহাদাত হোসেন ৮৪ রানের ইনিংস খেলেছিলেন। অপরদিকে বল হাতে দারুণ ফর্মে ছিলেন মিনহাজুর রহমান। প্রথম ইনিংসে ৩৭ রানে ৩০ উইকেট তুলে নেয়ার পাশাপাশি দ্বিতীয় ইনিংসে শিকার করেছিলেন ২৮ রানে ৬ টি উইকেট।
এছাড়া রুহেল আহমেদ এবং আসাদুল্লাহ হিল গালিবও দারুণ খেলেছেন। প্রথম ইনিংসে ৪টি উইকেট শিকার করেছিলেন রুহেল, যেখানে গালিব পেয়েছিলেন ২টি। এরপর দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট লাভ করেন তিনি। সুতরাং সবমিলিয়ে আগামীকালের ম্যাচে বাংলাদেশের সামনে যে কঠিন পরীক্ষাই দিতে হবে ইংল্যান্ডকে তা বলাই বাহুল্য।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলঃ আকবর আলি (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসাইন, মাহমুদুল হাসান, অমিত হাসান, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, শাহাদাত হোসেন, রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহিন আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব ও তৌহিদ হৃদয়।
স্ট্যান্ড বাইঃ সাজিদ হাসান সিয়াম, মিজানুর রহমান মোহনা, মুজাক্কির হুসাইন, আসাদুল্লাহ হিল গালিব, ফজলে রাব্বি।