ইজাজ প্রথম, গাপটিল শততম

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডেতে শতক হাঁকিয়ে দলকে ৮ উইকেটের জয় এনে দিয়েছিলেন কিউই ওপেনার মার্টিন গাপটিল। তাঁর এই শতকটি ছিলো ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে প্রতিপক্ষ ব্যাটসম্যানের শততম।
সর্বপ্রথম ১৯৮৮ সালের এশিয়া কাপে চট্টগ্রামের মাটিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম শতক হাঁকিয়েছিলেন পাকিস্তানের ইজাজ আহমেদ। এরপর থেকে এখন পর্যন্ত মোট ৭৩ জন ব্যাটসম্যান টাইগারদের মুখোমুখি হয়ে শতক হাঁকিয়েছেন। যার মধ্যে ১৭ জন হাঁকিয়েছেন একাধিক শতক। এবার শততম ব্যাটসম্যান হিসেবে শতক তুলে নিয়েছেন গাপটিল।

তবে বাংলাদেশকে প্রিয় প্রতিপক্ষ হিসেবে অভিহিত করতে পারেন লঙ্কান ব্যাটসম্যানেরা। কেননা টাইগারদের বিপক্ষেই তাঁদের ব্যাটসম্যানেরা সবথেকে বেশি শতক হাঁকিয়েছেন এখন পর্যন্ত। বাংলাদেশের মুখোমুখি হয়ে সর্বমোট ১৯ জন লঙ্কান পেয়েছেন শতকের দেখা।
এদিকে বাংলাদেশের বিপক্ষে সবথেকে বেশি শতক হাঁকানো ব্যাটসম্যান সাবেক লঙ্কান উইকেটরক্ষক ব্যাটসম্যান কুমার সাঙ্গাকারা। মোট ৫টি শতক রয়েছে তাঁর বাংলাদেশের বিপক্ষে।
এরপর তালিকার দ্বিতীয় এবং তৃতীয়তে আছেন তিলকারত্নে দিলশান এবং সানাথ জয়সুরিয়া। মোট ৪টি শতক রয়েছে এই দুই ব্যাটসম্যানের। আর ৩টি করে শতক হাঁকিয়েছেন ভারতের ভিরাট কোহলি, পাকিস্তানের মোহাম্মদ ইউসুফ এবং লঙ্কান ওপেনার উপুল থারাঙ্গা।
তবে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে ভারতের বিপক্ষে সবথেকে বেশি শতক হাঁকানোর রেকর্ড রয়েছে প্রতিপক্ষ দলের ব্যাটসম্যানদের। এখন পর্যন্ত অন্য দলের ব্যাটসম্যানেরা সর্বমোট ২২০টি শতক হাঁকিয়েছেন ভারতের মুখোমুখি হয়ে।