promotional_ad

ফাইনালের আগে কুমিল্লাকে চাপমুক্ত করেছিলেন আফ্রিদি

ছবিঃ সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


বিপিএলের ষষ্ঠ আসরের ফাইনালের আগে কুমিল্লা ভিক্টোরিয়ান্স শিবিরকে চাপমুক্ত রেখেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং অলরাউন্ডার শহীদ আফ্রিদি। ফাইনালের আগে সবাইকে অনুপ্রাণিত করতে আফ্রিদির সাহায্য নিয়েছিলেন কুমিল্লার কোচ মোহাম্মদ সালাউদ্দিন।


টি-টুয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশী ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে আফ্রিদির। তাঁর এই অভিজ্ঞতাই সবার মধ্যে ছড়িয়ে দিতে চেয়েছিলেন সালাউদ্দিন। দলের প্রয়োজনেই এমন পদক্ষেপ নিয়েছিলেন তিনি।


promotional_ad

আফ্রিদি সবাইকে উৎসাহিত করলেও লিডার গ্রুপের সদস্য ছিলেন না তিনি। কিন্তু তারপরও এই পাকিস্তানী তারকার অভিজ্ঞতাকে কাজে লাগানোই ছিল সালাউদ্দিনের উদ্দেশ্য। ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে ভিক্টোরিয়ান্স কোচ বলেছেন,


'ফাইনালের আগে সবাই অনেক চাপে ছিল, তাঁদেরকে চাপমুক্ত করতেই আফ্রিদি তাঁদের সবার সঙ্গে কথা বলেছে এবং নিজের অভিজ্ঞতা ভাগাভাগি করেছে। টি-টুয়েন্টি ফরম্যাটে সবচেয়ে বেশী ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর, তাই তাঁর অভিজ্ঞতা অনেক কাজে আসার মত ছিল। 


'আমি নিজেও তাঁর সমান অভিজ্ঞতা সম্পন্ন নয়। দলের প্রয়োজনে যে কোন কিছু করতে রাজি ছিলাম আর এই চিন্তা ভাবনা পুরোটাই আমার ছিল। মনে হয়েছিল এই পরিস্থিতিতে সবাইকে উৎসাহ দেয়ার প্রয়োজন আছে।'


উল্লেখ্য বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসরের ফাইনালে ঢাকা ডাইনামাইটসের মত শক্তিশালী দলকে হারিয়ে নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুলেছিল কুমিল্লা। দলটির কোচ হিসেবে দায়িত্বে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball