promotional_ad

তামিমের 'অধিনায়কত্ব' ইস্যুতে মুখ খুললেন সালাউদ্দিন

ছবি- সংগৃহীত
promotional_ad

|| ডেস্ক রিপোর্ট ||


কিছুদিন আগে শেষ হওয়া বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) আসরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়কত্ব করার কথা ছিলো টাইগার ওপেনার তামিম ইকবালের। ভিক্টোরিয়ান্স কর্তৃপক্ষ টুর্নামেন্ট শুরুর আগে থেকেই তামিমকে অধিনায়ক হিসেবে ঠিক করে রেখেছিলো। কিন্তু অবাক করা বিষয় হলো বিপিএল শুরু হওয়ার পর তামিমকে নয়, বরং অধিনায়কের দায়িত্বভার তুলে দেয়া হয় অজি তারকা ক্রিকেটার স্টিভ স্মিথের কাঁধে।


হুট করে এভাবে সিদ্ধান্ত বদলে ফেলার কারণটি অবশ্য খোলাসা করেননি ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। ক্রিকবাজের সাথে আলাপকালে তিনি শুধু জানিয়েছেন কুমিল্লা দলে বেশ বড় সমস্যাই ছিলো যা কিনা জনসম্মুখে আলোচনা করার মতো নয় মোটেই। তবে সমস্যাটি যে গুরুতরই ছিলো তার ইঙ্গিত ঠিকই দিয়েছেন তিনি। সালাউদ্দিন বলেছেন,   


'আমার মনে হয় এখানে বেশ কিছু ইস্যু ছিলো যেগুলো জনসম্মুখে আলোচনা করা সম্ভব নয়। তবে এখানে অবশ্যই কিছু সমস্যা ছিলো যেগুলো নিঃসন্দেহে একটি দলের মনোবল ভাঙ্গার জন্য যথেষ্ট। গত ছয়-সাত মাস ধরে আমি এবং তামিম আমাদের স্কোয়াড নির্বাচন করার জন্য পরিকল্পনা করেছি। তামিমই স্টিভ স্মিথের সাথে আমাদের যোগাযোগ রক্ষা করতে সাহায্য করেছে এবং স্মিথের বাংলাদেশে আসার পেছনে তামিম বড় ভূমিকা পালন করেছে।' 



promotional_ad

আরেকটি অবাক করা ব্যাপার হলো দলের কারও কাছ থেকে নয়, বরং অধিনায়কত্বের বিষয়টি স্টিভ স্মিথের ব্যক্তিগত এজেন্টের মাধ্যমে জানতে পেরেছিলেন তামিম। আর এরপরে যথেষ্ট হতাশ ছিলেন তিনি। সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে দল সাজানোর পর এভাবে অবহেলিত হওয়াটি তাঁর জন্য বড় ধাক্কা ছিলো নিঃসন্দেহে, জানিয়েছেন সালাউদ্দিন। তাঁর ভাষায়, 


'প্রথমে আমরা সকলেই জানতাম যে তামিম আমাদের অধিনায়ক এবং সেই অনুযায়ীই আমরা পরিকল্পনা করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সে স্মিথের এজেন্টের কাছ থেকে জানতে পারে যে সে আমাদের অধিনায়ক হয়েছে এবং এটি তামিমের জন্য বড় ধাক্কা ছিলো। তাঁর হতাশ হওয়ারই কথা কারণ সে তাঁর সর্বোচ্চ প্রচেষ্টা দিয়ে একটি প্রতিযোগিতামূলক স্কোয়াড বানিয়েছিলো লক্ষ্য পূরণ করার জন্য।' 


এই পুরো বিষয়টিকে ন্যাক্কারজনক হিসেবে আখ্যা দিয়েছেন ভিক্টোরিয়ান্স কোচ। ভিন্নভাবেও এই পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হতো বলে মনে করেন তিনি। শুধু তাই নয়, টুর্নামেন্টের প্রথম দিকে তামিমের অনুজ্জ্বল পারফর্মেন্সের পেছনেও এই ইস্যুটিকে কারণ হিসেবে দাঁড় করিয়েছেন সালাউদ্দিন, 


'টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে হঠাৎ করে স্মিথকে অধিনায়ক করার সিদ্ধান্তর পুরো বিষয়টি ছিলো বেশ ন্যাক্কারজনক এবং আমি এখনও বিশ্বাস করি যে আমরা এটি আরও ভিন্নভাবে সামলাতে পারতাম। আমি মনে করি টুর্নামেন্টের শুরুর দিকে তামিমের অনুজ্জ্বল পারফর্মেন্সের পেছনে এটা ছিলো অন্যতম কারণ। পুরো আসরেই সে হয়তো নিস্প্রভ থাকতে পারতো, তবে ভাগ্যক্রমে সেটি হয়নি,' বলেন এই অভিজ্ঞ কোচ। 



অধিনায়কত্ব নিয়ে বিতর্কের জেরে স্মিথ চলে যাওয়ার পরও দলের নেতৃত্বভার নেননি তামিম। তাঁর পরিবর্তে ভিক্টোরিয়ান্সকে নেতৃত্ব দিয়েছেন ইমরুল কায়েস। তবে এরপরেও সময় গড়ানোর সাথে সাথে সবকিছু ভুলে গিয়ে ইমরুলকে পরামর্শ দিয়ে সাহায্য করেছেন তামিম, 


'স্মিথ চলে যাওয়ার পর তাঁর অধিনায়কত্ব না নেয়ার পেছনে এটাই ছিলো মূল কারণ (বিতর্ক)। আমি মনে করি তামিম সঠিক সিদ্ধান্তই নিয়েছিলো কারণ তাঁর জায়গায় যে কেউ থাকলেই একই কাজ করতো। এই কারণে আমরা ইমরুলকে অধিনায়ক করেছি বাকি টুর্নামেন্টের জন্য। তবে সময় যত গড়িয়েছে, সে তাঁর ভেতরের বেদনা কাটিয়ে উঠেছে এবং ইমরুলের সাথে পরামর্শ করেছে মাঠে ভালো ফলাফল আনার জন্য,' বলেন সালাউদ্দিন।


সুত্র- ক্রিকবাজ



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball