এসব উইকেটে জুটি গড়াই শ্রেয়ঃ গাপটিল

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
নেপিয়ারে প্রথম ওয়ানডের উইকেট দেখে চমকে গিয়েছে বাংলাদেশ, ঘরের মাঠের স্লো উইকেট দেখে একটু চমকে গিয়েছে নিউজিল্যান্ডও। সেঞ্চুরিয়ান ওপেনার মার্টিন গাপটিল অবশ্য দিয়ে দিয়েছেন এমন উইকেটে ব্যাটিংয়ের টোটকা!
ম্যাচ শেষে গণমাধ্যমের সামনে জানিয়েছেন শুরু থেকে ধীর স্থিরভাবে জুটি গড়লে এমন উইকেটে অনেক রান করাই সম্ভব। গাপটিলের ভাষায়,

'এসব উইকেটে আপনি যদি জায়গা বদল করেন এবং জুটি গড়েন তাহলেই ভালো। কেননা তাহলেই আপনি অনেকদুর যেতে পারবেন, স্কোরবোর্ডে রান তুলতে পারবেন অথবা বড় রান তাড়া করতে পারবেন।'
২৩৩ রানের লক্ষ্য তাড়ায় শুরু থেকেই দেখেশুনে খেলেছিলেন দুই কিউই ওপেনার গাপটিল এবং হেনরি নিকলস। দেখে শুনে খেলতে খেলতে উদ্বোধনী জুটিতেই তাঁরা তুলেছেন ১০৩ রান।
তবে গাপটিলকে অবাক করেছে ঘরের মাঠের এমন স্লো উইকেট। কিছুদিন আগে ভারতের সঙ্গেও কিছুটা ব্যতিক্রম ধরণের উইকেট বানিয়েছে কিউইরা, যা বরাবরের তুলনায় অন্যরকম। কেননা বরাবরই বাউন্সি এবং ফ্ল্যাট উইকেট দেখা যায় নিউজিল্যান্ডে।
'এইবারের গ্রীষ্মকাল বেশ মজায় গিয়েছে। আমরা আগেরবারের মতো বাউন্সি এবং ফ্ল্যাট উইকেট পাইনি। তাই আমাদের অনেক পরিশ্রম করতে হয়েছে ভালো করার জন্য।
'এখান থেকে সামনে এগোতে হলে আপনাকে অবশ্যই একটি পথ বের করতে হবে। বোলিংয়ের লাইন অনুসারে হিট করা সবসময় আদর্শ অপশন নাও হতে পারে।'