promotional_ad

ক্রাইস্টচার্চে ঘুরে দাঁড়াক টপ অর্ডারঃ মাশরাফি

ছবি- ক্রিকফ্রেঞ্জি
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||


নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে একেবারেই দাঁড়াতে পারেনি বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটসম্যানেরা। বড় জুটি গড়তে পুরোপুরি ব্যর্থ হয়েছেন তামিম, লিটন, মুশফিকরা। এহেন পারফর্মেন্সে হতাশ হলেও বাকি দুই ম্যাচে ঘুরে দাঁড়াতে চান অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। 


তাঁর বিশ্বাস ক্রাইস্টচার্চে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ওয়ানডেতে টপ অর্ডার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। একই সাথে সেখানকার উইকেট হবে যথেষ্ট ব্যাটিং সহায়ক, প্রত্যাশা তাঁর। টপ অর্ডার ব্যাটসম্যানেরা রানে ফিরতে পারলে সাফল্য বয়ে আনা সম্ভব হবে সেটি মেনে সংবাদ সম্মেলনে মাশরাফি বলেছেন,   



promotional_ad

'সব দলই চায় টপ অর্ডার ভালো করুক। এটা আজ হয়নি। আমরা আশা করছি ক্রাইস্টচার্চে পরবর্তী ম্যাচে ভালো উইকেট হবে ব্যাট করার জন্য। পরবর্তী ম্যাচে আমাদের টপ অর্ডার যদি রানে ফিরে তাহলে ভালো হবে।  আশা করি টপ অর্ডার ঘুরে দাঁড়াবে। আমরা জানি যে এমন পরিস্থিতিতে আপনাকে ২৮০-২৯০ এর বেশি রান করতে হবে।' 


তবে প্রথম ম্যাচে লোয়ার অর্ডার ব্যাটসম্যানেরা দারুণ ব্যাটিং করায় কিছুটা সন্তুষ্ট মাশরাফি। কেননা নেপিয়ারে অনুষ্ঠিত এই ম্যাচে শত রানের কোটা পার হওয়ার আগেই ৬ উইকেট হারিয়েছিলো সফরকারী বাংলাদেশ।


এরপরই মোহাম্মদ মিঠুন এবং মোহাম্মদ সাইফুদ্দিনের ৮৪ রানের জুটিতে ২৩৩ রানের পুঁজি দাঁড়া করাতে সক্ষম হয় টাইগাররা। এখান থেকে তাই ইতিবাচক বিষয় খুঁজে পাচ্ছেন টাইগার দলপতি। সেই পাথেয় নিয়ে পরবর্তী ম্যাচগুলোতে নামতে চান তিনি,   



'আমি মনে করি লোয়ার অর্ডার দারুণ ব্যাট করেছে। ভালো জিনিস যে আমাদের লেট অর্ডার কিছু রান করেছে। কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ছেলেরা কিছুটা হতাশ। আমরা এখান থেকে ইতিবাচক কিছু নিব। মিথুন রান করছে। সাইফুদ্দিন ভালো জুটি করেছে। আমরা অনেক হতাশ কিন্তু এখনও দুটি ম্যাচ বাকি তাই আমরা ক্রাইস্টচার্চের ম্যাচটি নিয়ে চিন্তা করছি,' বলেছেন মাশরাফি। 



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball