গাপটিলের কণ্ঠে টাইগার বোলারদের প্রশংসা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
মন্থর উইকেটে টাইগার বোলারদের পারফর্মেন্স মুগ্ধ করেছে কিউই ওপেনার মার্টিন গাপটিলকে। বিশেষ করে প্রথম দশ ওভারে টাইগারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের প্রশংসা করেছেন তিনি।
তুলনামূলক কম রান ডিফেন্ড করতে গিয়ে প্রথম দশ ওভারে মাত্র ৪২ রান দিয়েছিল টাইগাররা। তখন পর্যন্ত মাশরাফি বিন মর্তুজা পাঁচ ওভারে দেন ১৮, মুস্তাফিজুর রহমান তিন ওভারে ১৩ ও মোহাম্মদ সাইফুদ্দিন দেন দুই ওভারে ১১ রান।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনে গাপটিল জানালেন, ঐ সময়টায় রান করাটাও কষ্টসাধ্য ছিল দুই কিউই ওপেনারের।
'প্রথম দশ ওভারে বাংলাদেশ দারুণ বল করেছে। তাঁরা আমাদের বাজে বল দেয়নি তেমন। আমাদের রান পেতে কষ্ট হয়েছে তখন। আমি আর হেনরি স্ট্রাইক বদল করছিলাম বারবার যা আমাদের জুটি গড়তে সহায়তা করেছে।'
ধীরগতির উইকেটে পরে অবশ্য হেনরি নিকলসের সাথে ১০৩ রানের জুটি গড়েন গাপটিল। এছাড়া শুরুর দিকে উইকেট না হারানোই কিউইদের মূল লক্ষ্য ছিল বলে নিশ্চিত করেছেন ম্যাচে অসাধারণ সেঞ্চুরি হাঁকানো গাপটিল।
'আজকে আসলে মারকুটে খেলার মতো উইকেট ছিল না। উইকেট মন্থর ছিল আর আমাদের রান করতে পরিশ্রম করতে হয়েছে। প্রথম দশ ওভারে উইকেট না হারিয়ে আমরা আগাতে চেয়েছিলাম, এরপরে জুটি গড়ে ম্যাচ বের করার চেষ্টায় ছিলাম।'