ব্যাটসম্যানদের প্রতি মাশরাফির পরামর্শ

ছবি: ছবি- ক্রিকফ্রেঞ্জি

|| ক্রিকফ্রেঞ্জি করেপন্ডেন্ট ||
স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বিশাল ব্যবধানে পরাজিত হওয়ার পর ব্যাটসম্যানদের দেখে শুনে খেলার পরামর্শ দিয়েছেন টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। পাশাপাশি এদিনকার ব্যাটিং ব্যর্থতার কারণও ব্যাখ্যা করেছেন তিনি।
এই ম্যাচে প্রথমে ব্যাটিং করতে নেমে প্রথম ১০ ওভারেই ৪ উইকেট হারিয়ে বসেছিলো বাংলাদেশ। তখনই ম্যাচের লাগাম হাতছাড়া হতে বসেছিলো তাদের। নড়াইল এক্সপ্রেসের বিশ্বাস, প্রথম ১০ ওভার দেখে শুনে খেলতে পারলে হয়তো পরবর্তীতে রান করতে সহজ হতো ব্যাটসম্যানদের। সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন,

'আমি বলতে চাই প্রথম ১০ ওভারে আপনাকে অনেক সতর্ক থাকতে হবে। এই সময় বল সুইং করে। আপনি যদি এই সময়টা দেখে শুনে খেলতে পারেন তাহলে খেলাটা সহজ হয়ে যায়, বল সহজে ব্যাটে আসে।'
মাত্র ৫ এবং ১ রান করে এই ম্যাচে আউট হয়েছেন দলের দুই ওপেনার তামিম ইকবাল এবং লিটন কুমার দাস। তবে ওপেনারদের আস্থা এখনও হারাননি মাশরাফি। বরং জানিয়েছেন, 'আপনি যদি সাম্প্রতিক পারফর্মেন্স দেখেন, আমাদের ওপেনাররা দারুণ ফর্মে আছে। আমরা ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেয়েছি ওপেনারদের কাছ থেকে।'
বোলিং নিয়ে অবশ্য স্বাভাবিকভাবেই অসন্তুষ্টি রয়েছে টাইগার দলপতির। কেননা বাংলাদেশের নির্বিষ বোলিং একেবারেই দাগ কাটতে পারেনি নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপে। ২৩৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে মাত্র ২ উইকেট হারানো যা চাক্ষুষ প্রমাণ। মাশরাফির ভাষ্যমতে,
'এটা কঠিন। এটা ভালো উইকেট। আমাদের বোলিং গ্রুপ খুব খারাপ বল করেনি। আমরা সাকিবকে হারিয়েছি। তারপরও বলব আমাদের বাজে প্রচেষ্টা ছিল। আজকে আমরা যা করেছি, তাঁর থেকে অনেক উন্নতি করতে হবে।'