promotional_ad

দ্রুত উইকেট হারানোই ব্যর্থতার কারণঃ মাশরাফি

মাশরাফি বিন মর্তুজা
promotional_ad

|| ক্রিকফ্রেঞ্জি করেপন্ডেন্ট ||


নেপিয়ারে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যাটিং বান্ধব উইকেট পেয়েও ব্যর্থ হয়েছেন টাইগার ব্যাটসম্যানরা। দলীয় ১০০ রানের মধ্যেই টপ ও মিডেল অর্ডারের ৬ ব্যাটসম্যানকে হারায় বাংলাদেশ। অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা মনে করেন দ্রুত উইকেট হারানোই বড় কারণ এই ব্যর্থতার।


টপ ও মিডেল অর্ডার ধ্বসের পর লোয়ার অর্ডারে মোহাম্মদ মিঠুন আর সাইফউদ্দিনের সেই ৮৪ রানের জুটিটা না হলে, অল্প রানেই গুটিয়ে যেত বাংলাদেশ। অথচ নেপিয়ারের উইকেট ৩০০ করার মতো ছিল বলে মনে করেন মাশরাফি।



promotional_ad

'আমি মনে করি এটা ৩০০ করার মতো উইকেট ছিল। ২৮০-২৯০ অবশ্যই হতে পারত। আমরা দ্রুত টপ অর্ডারের ৪ জনকে হারিয়েছি। তারপরও  আমরা ২৩০ করেছি। আমরা প্রায় পুরো ওভার খেলতে পেরেছি। এটা খুব ভালো উইকেট ব্যাটিংয়ের জন্য। আমরা ২৯০-৩০০ করতে পারলে ম্যাচের চিত্র অন্যরকম হতো।'


বাংলাদেশ দলের প্রায় প্রত্যেকেই শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দিয়ে এসেছেন। মাশরাফি মনে করেন প্রথম ১০ ওভার উইকেট হাতে রেখে খেলে যাওয়া উচিত ছিল। এখানেই পিছিয়ে পড়েছে তাঁর দল।


'দ্রুত অনেক উইকেট হারানোর আমাদের বড় সমস্যা হয়েছে। আমি মনে করি ভুল সিদ্ধান্ত হয়েছে শট খেলতে যাওয়া। অবশ্যই শুরু দিকে বল সুইং করে। প্রথম ১০ ওভারে উইকেট না হারানোটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি এটাই হারের কারণ।'



এই ম্যাচের হতাশা ভুলে, ক্রাইস্টচার্চে অনষ্ঠিত দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ানোই মূল লক্ষ্য বাংলাদেশের। সেই ম্যাচে জিততে সবচেয়ে বেশি প্রয়োজন টপ অর্ডার ব্যাটসম্যানদের রানে ফেরা।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball