এখন আঙুলের উপর দিয়ে যাচ্ছেঃ সাকিব

ছবি: সাকিব আল হাসান

|| ডেস্ক রিপোর্ট ||
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনালে বাঁহাতের অনামিকায় চোট পেয়ে নিউজিল্যান্ড সফর থেকে ছিটকে গেছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একসময় নিজের আঙুল নিয়ে গর্ব করতেন তিনি, এখন সেই আঙুলই কাল হয়ে দাঁড়িয়েছে বলে মনে করেন সাকিব।
সম্প্রতি দৈনিক প্রথম আলোর সাথে এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন, তাঁর আঙুল ভাঙেনি তবে কিছু একটা হয়েছে। যে জন্য আঙুল বাঁকা হয়ে গেছে। এখন ইনজুরির সব ধকল আঙুলের উপর দিয়ে যাচ্ছে বলে ধারণা এই অলরাউন্ডারের।

'ভাঙে নাই। তবে কিছু একটা হয়েছে। ব্যথা আছে। বাঁকা হয়ে গেছে, সোজা আঙুলটা এখন বাঁকা। কিছুদিন ধরে আঙুলের উপর দিয়ে যাচ্ছে।'
সাকিব বলেছেন, এই ইনজুরির আগে নিজের আঙুল নিয়ে তাঁর দুশ্চিন্তা করতে হয়নি। কিন্তু গত দুই বছরে নিয়মিত আঙুলের ইনজুরি তাকে চিন্তায় ফেলে দিয়েছে।
'দু-একবার হয়েছে। তবে সর্বশেষ কিছুদিন আগে তো আঙুল নিয়ে এ রকম দুশ্চিন্তা করতে হয়নি। ভালোই ছিলাম, আঙুলগুলো সুন্দর লাগত। অন্যদের আঙুল দেখে বরং ভাবতাম যে আমার আঙুলগুলো কত সুন্দর! তবে গত কিছুদিনে বেশ কবার হলো। (বাঁকা হয়ে থাকা ডান হাতের অনামিকা দেখিয়ে) এটা হয়েছে বিপিএল সেমিফাইনালে। এই দেখেন, এই যে।'
বিপিএল ফাইনালে চোটের আগে গত বছরের জানুয়ারিতে দেশের মাটিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে চোট পান সাকিব। সেই চোটে খেলতে পারেননি দেশের মাটিতে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে।
নিদাহাস ট্রফির আসরেও প্রথম ভাগে পাওয়া যায়নি তাকে। এরপর সেই ইনজুরির কারণে এশিয়া কাপের ফাইনাল খেলতে পারেননি সাকিব। মিস করেছেন দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ। এবার ইনজুরির কারণে উইন্ডিজ সিরিজেও দর্শক সাকিব।