ডিআরএসের অদ্ভুত নিয়মের বলি শ্রীলঙ্কা!

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে কিংসমেডে ডিআরএসের নিয়মের টাইমিং ত্রুটির কারণে খেসারৎ দিতে হয়েছে শ্রীলঙ্কা দলকে। বিশো ফার্নান্দো প্রথম ওভারে ডিন এলগারকে সাজঘরে ফেরানোর দুই বল পর হাসিম আমলার বিপক্ষে একটি বল লেগ বিফোরের আবেদন করেন।
তবে আম্পায়ার আলিম দার তাঁর আবেদনে সারা দেননি। অন্য খেলোয়াড়দের সাথে স্বল্প সময় আলোচনার পর লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে রিভিউয়ের জন্য আবেদন করেন। আম্পায়ার দার সেই আবেদন গ্রহণ করেননি।
কারণ লঙ্কানরা রিভিউ নিতে ১৫ সেকেন্ডের বেশি সময় নিয়েছে বলে মনে হয়েছিল আম্পায়ার দারের। আইসিসির ৩.২.২ ধারায় স্পষ্ট উল্লেখ আছে রিভিউ নিতে ১৫ সেকেন্ডের বেশি সময় নেয়া যাবেনা।

সেখানে আরও উল্লেখ আছে যদি ফিল্ড আম্পায়ার মনে করেন ১৫ সেকেন্ডের সময় সীমার মধ্যে রিভিউয়ের আবেদন করা হয়নি, তাহলে তিনি আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।
আর সময় পার হয়ে গেছে কি না এ সিদ্ধান্ত নেওয়ার ভার আলিম দার নয়, ছিল টিভি আম্পায়ার ইয়ান গোল্ডের কাছে। কিন্তু আলিম দার নিজেই সিদ্ধান্ত নিয়েছেন যথেষ্ট সময় পার হয়ে গেছে।
রিভিউর ওই ধারায় আরও বলা আছে, ‘যদি ১০ সেকেন্ডের মধ্যে রিভিউর সিদ্ধান্ত না নেওয়া হয় তবে বোলিং প্রান্তে থাকা আম্পায়ার খেলোয়াড়দের একবার অভিহত করবে সময়ের ব্যাপারে এবং খেলোয়াড় এরপরই চূড়ান্তভাবে সিদ্ধান্ত জানিয়ে দেবে।’
কিন্তু ১০ সেকেন্ড পরও কোনো লঙ্কান খেলোয়াড়ের সাথে কথা বলতে দেখা যায়নি আলিম দারকে। ফলে পরবর্তীতে তাঁর সময় শেষ হয়ে যাওয়ার সিদ্ধান্তটি আরও বেশি প্রশ্নবিদ্ধ হয়েছে।
তবে, এক্ষেত্রে লঙ্কানদের দুর্ভাগ্যই বলতে হবে, কমেন্টেটর ও সুপার স্পোর্টসের ব্রডকাস্টারদের মতে, করুনারত্নে যখন রিভিউয়ের জন্য আবেদন করেন তখন মাত্র ১৩ সেকেন্ড অতিবাহিত হয়েছিল।
আম্পায়ার যদি রিভিউয়ের আবেদনটি নিতেন তাহলে ০ রানের ২ উইকেট হারাতো দক্ষিণ আফ্রিকা। ফলে, বোঝাই যাচ্ছে হাসিম আমলার গুরুত্বপূর্ণ একটি উইকেট বাঁচিয়ে দিয়েছে ডিআরএসের অদ্ভুত নিয়ম।
অবশ্য বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি আমলা তিনি আউট হয়েছেন মাত্র ৩ রান করে লাকমলের বলে কুশাল মেন্ডিসের হাতে ক্যাচ দিয়ে। ৮৯ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকছে প্রোটিয়ারা।