টাইগারদের বিপক্ষে গাপটিলের সেঞ্চুরি

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২৩২ অল আউট (৪৮.৫ ওভার)
(সাইফুদ্দিন ৪১, মিথুন ৬২) (বোল্ট ৩/৪০)
নিউজিল্যান্ডঃ ২০৬/২ (৪১ ওভার)
(মার্টিন গাপটিল ১০০*, টেইলর ৩৭*)

নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যর্থতার প্রমাণ দিলেও মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের ফিফটির উপর ভর করে স্বাগতিক নিউজিল্যান্ডকে ২৩৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ দল। মিথুন ছাড়া লোয়ার মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ সাইফুদ্দিন করেন ৪১ রান। তাঁদের দুজনের ব্যাটে ভর করে ৪৮.৫ ওভারে ২৩২ রানে অল আউট হয় বাংলাদেশ। ২৩৩ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে কিউইরা।
গাপটিলের সেঞ্চুরিঃ
উইলিয়ামসন ফিরে গেলেও টেইলরকে নিয়ে আরেকটি জুটি গড়েন গাপটিল। একপ্রান্ত আগলে রেখে তিনি সেঞ্চুরি তুলে নিয়েছেন মাত্র ১০৩ বলে।
ব্যর্থ উইলিয়ামসনঃ
ওয়ানডাউনে ব্যাট করতে নেমে মাত্র ১১ রান করে সাজঘরে ফিরেছেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলে আউট করেছেন মাহমুদুল্লাহ রিয়াদ।
মিরাজের ব্রেক-থ্রুঃ
শুরু থেকেই বাংলাদেশের বোলারদের বিপক্ষে দুর্দান্ত ব্যাটিং করেছেন কিউই ওপেনাররা। কোন প্রকার বাজে শট না খেলেই দলকে ১০০ রানের পুঁজি এনে দেন মার্টিন গাপটিল এবং হেনরি নিকোলস। দলীয় ১০০ পার হওয়ার পরই প্রথম ভুল করে বসেন ওপেনার হেনরি নিকোলস। মেহেদি হাসান মিরাজকে এগিয়ে এসে মারতে গিয়ে স্ট্যাম্পিং হন তিনি। ৫৩ রান আসে তাঁর ব্যাট থেকে।
উইকেটের খোঁজে বাংলাদেশঃ
শুরু থেকেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বিপক্ষে উইকেটের খোঁজে বোলিং করছে বাংলাদেশ। কিন্তু এখনও কোন সফলতা পান নি মাশরাফি-মুস্তাফিজুররা। দুই ওপেনার মার্টিন গাপটিল এবং হেনরি নিকোলস দেখে শুনেই স্কোরবোর্ডে রান যোগ করছেন।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মাশরাফি মুর্তজা (সি), মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড একাদশঃ মার্টিন গুপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট