উইকেটের খোঁজে মাশরাফিরা

ছবি: ছবিঃ সংগৃহীত

|| ডেস্ক রিপোর্ট ||
সংক্ষিপ্ত স্কোরঃ
বাংলাদেশঃ ২৩২ অল আউট (৪৮.৫ ওভার)
(সাইফুদ্দিন ৪১, মিথুন ৬২) (বোল্ট ৩/৪০)

নিউজিল্যান্ডঃ ৬৬/০ (১৫ ওভার)
(মার্টিন গাপটিল ৩৪* হেনরি নিকোলস ৩০*)
নেপিয়ারে সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যর্থতার প্রমাণ দিলেও মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিথুনের ফিফটির উপর ভর করে স্বাগতিক নিউজিল্যান্ডকে ২৩৩ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ দল। মিথুন ছাড়া লোয়ার মিডেল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ সাইফুদ্দিন করেন ৪১ রান। তাঁদের দুজনের ব্যাটে ভর করে ৪৮.৫ ওভারে ২৩২ রানে অল আউট হয় বাংলাদেশ। ২৩৩ রানের লক্ষ্যে এখন ব্যাট করছে কিউইরা।
উইকেটের খোঁজে বাংলাদেশঃ
শুরু থেকেই নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের বিপক্ষে উইকেটের খোঁজে বোলিং করছে বাংলাদেশ। কিন্তু এখনও কোন সফলতা পান নি মাশরাফি-মুস্তাফিজুররা। দুই ওপেনার মার্টিন গাপটিল এবং হেনরি নিকোলস দেখে শুনেই স্কোরবোর্ডে রান যোগ করছেন।
বাংলাদেশ একাদশঃ তামিম ইকবাল, লিটন দাস, সৌম্য সরকার, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মোহাম্মদ মিথুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মোহাম্মদ সাইফুদ্দিন, মেহদি হাসান, মাশরাফি মুর্তজা (সি), মুস্তাফিজুর রহমান
নিউজিল্যান্ড একাদশঃ মার্টিন গুপটিল, হেনরি নিকোলস, কেন উইলিয়ামসন (অধিনায়ক), রস টেলর, টম ল্যাথাম (উইকেটরক্ষক), জেমস নিশাম, কলিন ডি গ্র্যান্ডহোম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট